নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের তৎপরতায় ১১ পরিবহন চাঁদাবাজ আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের অভিযানে ১১ জন পরিবহন চাঁদাবাজকে আটক করা হয়েছেআটকদের মধ্যে বৃহস্পতিবার ( ১১জুন ) সাইনবোর্ড থেকে চাঁদাবাজ নান্নু মিয়াকে (৩০) আটক হয়। তিনি শনির আখড়া এলাকার নুরুল ইসলামের ছেলে তথ্যটি নিশ্চিত করেছেন জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ আহমেদ

তিনি জানান, গত সাতদিনে আইজিপির নির্দেশে পুরো জেলায় সড়ক মহাসড়কে সব ধরনের চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজির ঘটনায় কেউ জড়িত থাকলে কোনো ছাড় দেওয়া হবে না

তিনি আরও জানান, গত সাতদিনে ১১ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে ট্রাফিক পুলিশ। তাদের চাষাঢ়া, সাইনবোর্ড, শিমরাইল, তারাব ভুলতা পয়েন্ট থেকে আটক করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় চাঁদাবাজির নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে

add-content

আরও খবর

পঠিত