নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজ ছিলো নারায়ণগঞ্জ-৫ আসনে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নারায়ণগঞ্জে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন পাড়া মহল্লায় নানা কর্মসূচি চলছে। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের একেএম শামসুজ্জোহার বড় ছেলে নাসিম ওসমানের মৃত্যুতে এখনো শ্রদ্ধাভরে স্মরণ করে ঘোটা নারায়ণগঞ্জবাসী। আর এই দিনটি পালনে নারায়ণগঞ্জের সদর-বন্দরই নয় ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ সহ ৭টি উপজেলায়ই আয়োজন করা হয় দোয়া ও কাঙ্গালীভোজ সহ নানা অনুষ্ঠান। শুধু তাই নয় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা, রাস্তা-ঘাট, দেকান গুলো ছেয়ে গেছে নাসিম ওসমানের শোক প্রতীকৃতির ব্যানার, ফেস্টুন ও কালো কাপড়ে।
আজ সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে জাতীয় পার্টির সভাপতি মন্ডলীর সদস্য নাসিম ওসমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন মরহুমের স্ত্রী পারভিন ওসমান ও ছেলে আজমেরী ওসমানের পক্ষে নাসিম ওসমান স্মৃতি দুস্থ ও জনকল্যান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ নাসির, সুমন, জাতীয় পার্টি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এছাড়াও মাসদাইর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেছে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য ও জাপা’র যুগ্ন মহাসচিব এমপি লিয়াকত হোসেন খোকা, এসময় তার সাথে ছিলেন জাতীয় ছাত্র সমাজ জেলার আহ্বায়ক শাহাদাত হোসেন রুপু, মহানগরের আহ্বায়ক শাহআলম সবুজ।
প্রতিনিয়ত আওয়ামী লীগ- জাতীয়পার্টিতে জনপ্রিয় নেতা নাসিম ওসমান হারানোর বেদনা সর্বত্র তাড়া করে ফিরছে বিশেষ করে নাসিমভক্তদের মাঝে। নাসিম ওসমানের অভাব ভক্ত কর্মী সমর্থকরা সব সময়েই অনুভব করে। এমন একজন নেতা হারানোয় তাদের মনে যেন কষ্টের এক পাহার বেয়ে চলছে। নিরবে চোখের জ্বলও ফেলেন তারা।
নাসিম প্রেমীকরা বলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান ছিলেন বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু। প্রখর ও প্রজ্ঞাবান এ ব্যক্তির প্রয়াণ হলেও সমাজ, রাজনীতি, জনপ্রতিনিধিত্বে তাঁর গুরুত্বপূর্ণ অবদান অতুলনীয়। এ অবদান নারায়ণগঞ্জবাসীর অগ্রযাত্রার সারথি হয়ে থাকবে। নাসিম ওসমান নেই কিন্তু তাঁর কর্মময় নারায়ণগঞ্জবাসীর আলোর দিশারী।
এদিকে শ্রদ্ধাঞ্জলী, দোয়া, কাঙ্গালীভোজ ও নানা আয়োজনে নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় শ্রমিক পার্টি , নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কার্ভার ভ্যান শ্রমিক ইউনিয়ন, ফতুল্লা থানা শাখা জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এবং রাজনৈতিক, ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধিরাসহ স্মরণ করে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ। অন্যদিকে পরিবারের পক্ষ থেকে বিকালে মরহুমের পৈতৃক বাসভবন নগরীর চাষাঢ়ার হীরা মহল সংলগ্ন মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরের দিন ছিল নাসিম ওসমানের বৌভাতের অনুষ্ঠান। অনুষ্ঠানে শেখ কামালের উপস্থিত হওয়ার কথা ছিল। বঙ্গবন্ধুকে হত্যার খবর পেয়ে বৌভাত অনুষ্ঠান ও নববধূকে ফেলে রেখে নাসিম ওসমান বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে ওইদিনই কাদেরিয়া বাহিনীতে যোগ দেন। পরে এরশাদ আমলে দেশে ফিরে বিশেষ নির্দেশনায় জাতীয় পার্টিতে যোগ দেন। তিনিও চারবার নির্বাচিত সংসদ সদস্য। নারায়ণগঞ্জের উন্নয়নে তিনি বিশেষ অবদান রেখে গিয়েছেন। গত ২০১৪ সালের ৩০ এপ্রিল ভারতের রাজধানী দিল্লির দেরাদুন শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন নাসিম ওসমান।