নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, মুজিববর্ষে যদি কোন ধরণের জঙ্গি বা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে তবে এটা সারা বিশ্বে বাংলাদেশ প্রশ্নের সম্মুখীন হবে। আইনশৃঙ্খলাবাহিনী বলছে সারা দেশে জঙ্গি তৎপরতা নাই এটা আমরা জোর গলায় বলতে পারবোনা। আমি এই কথাটা বারবার বলি। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় নারায়ণগঞ্জ কিন্তু জঙ্গিমুক্ত এলাকা নয়। শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমরা জঙ্গিমুক্ত না। গোয়েন্দা তথ্যে আমরা জঙ্গিদের উপস্থিতি টের পাচ্ছি। গতকালও ফতুল্লা থেকে চার জন জঙ্গির নামে মামলা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ৭ই মার্চের দিন দেখতাম সকাল থেকে রাত অবদি বঙ্গবন্ধুর ভাষণটি বাজতো। আর শনিবার শহরে সারাদিন ঘুরেও কোথাও ৭ই মার্চের ভাষণ কানে আসেনি। এখানে সংগঠনগুলো দুর্বল তা বলবোনা, তবে জাতির পিতাকে নিয়ে আরো বেশি কাজ করতে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী উপলক্ষে ২১ থেকে ২৭ মার্চ পর্যন্ত সাতদিনব্যাপী পুলিশ সেবা সপ্তাহ করবো।
জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার সুপার মোহাম্মদ জায়েদুল আলম , সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেল সুপার সুভাষ কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, র্যাব-১১ সিনিয়র পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, নারায়ণগঞ্জ-৬২ ব্যাটিলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আল আমিন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড.মাহবুবুর রহমান মাসুম, পিপি এড.ওয়াজেদ আলী খোকন, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, বন্দর উপজেলার নির্বাহী শুক্লা সরকার, রূপগঞ্জ ইউএনও মমতাজ বেগম, সোনারগাঁ ইউএনও সাইদুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, বন্দর উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ, বিকেএমইএর সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল প্রমুখ।