নারায়ণগঞ্জে বোমা হামলায় নিহতদের স্মরণ করলো আহত ও স্বজনরা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের চাষাড়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনা অতিবাহিত হয়ে গেছে ১৯ বছর কিন্তু এখনও হয়নি বিচার প্রতি বছর ১৬ জুন এলেই সকালে চাষাড়ায় ঘটনাস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয় তবে বছর করোনাভাইরাসের কারণে ১৬ জুন ছিল একটু অন্যরকম। তেমন লোকসমাগম হতে পারেনি। শুধু নিহত আহতদের পরিবার ছাড়া বাহিরের লোকজন ছিল নামঙ্গলবার সকাল ৯টায় বোমা হামলায় নিহতদের পরিবারের সদস্য এবং আহত পঙ্গুত্ব বরণকারীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্মৃতির স্তম্ভে। সময় তারা মিনিট নীরবতা পালন করে চোখের জল ফেলেন

নিহত পরিবারের লোকজন বলেন, সাত খুনের মতো মামলার রায় হয়ে গেছে। ২০০২ সালে আড়াইহাজারে চার খুনের মামলার রায় হয়ে গেছে। কিন্তু ১৯ বছর হয়ে গেছে এখনও বিচার পেলাম না। রাষ্ট্রের কাছে বিচার চাই। বঙ্গবন্ধু তার সপরিবারের খুনিদের বিচার যদি ৩০ বছর পর হয়ে থাকে, তা হলে আমরাও রাষ্ট্রের কাছে আশাবাদী বিচার পাবো

২০০১ সালের ১৬ জুন চাষাড়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় নিহতদের স্মরণে স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সেদিনের ঘটনায় দুই পা হারানো মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল রতন দাস, মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমান, আহত মরহুম কামাল আহম্মেদের ছেলে পলাশ আহম্মেদ প্রমুখএদিকে দিনটি স্মরণে রাতে মোমবাতী প্রজ্জ্বোলন করা হবে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে ২০০১ সালে ১৬ জুন চাষাড়া আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনায় ২০ নেতাকর্মী নিহত হন ১৭ বছরেও বিচার হয়নি এসব বর্বরোচিত হত্যাকাণ্ডের এমনকি রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি এসব পরিবার নিহতদের পরিবারগুলোর দাবি, নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ১৬ জুন বোমা হামলা দিবস হিসেবে অন্তত নারায়ণগঞ্জে সরকারিভাবে পালন নিহতদের স্মরণে স্মৃতি ফাউন্ডেশন করা হোক

সেদিন নিহত হয়েছিলেন শহর ছাত্রলীগের সভাপতি সাইদুল হাসান বাপ্পী, সহোদর সরকারি তোলারাম কলেজ ছাত্রছাত্রী সংসদের জিএস আকতার হোসেন সংগীতশিল্পী মোশাররফ হোসেন মশু, সংগীতশিল্পী নজরুল ইসলাম বাচ্চু, ফতুল্লা থানা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ভাসানী, নারায়ণগঞ্জ থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবিএম নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুর রহমান সবুজ মোল্লা, মহিলা আওয়ামী লীগ নেত্রী পলি বেগম, ছাত্রলীগকর্মী স্বপন দাস, কবি শওকত হোসেন মোক্তার, পানসিগারেট বিক্রেতা হালিমা বেগম, সিদ্ধিরগঞ্জ ওয়ার্ড মেম্বার রাজিয়া বেগম, যুবলীগকর্মী নিধু রাম বিশ্বাস, আবদুস সাত্তার, আবু হানিফ, এনায়েতউল্লাহ স্বপন, আবদুল আলীম, শুক্কুর আলী, স্বপন রায় অজ্ঞাত এক মহিলা

add-content

আরও খবর

পঠিত