নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নুরুজ্জামান নুরু (৫৫) নামে এক নির্মাণ  শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৯ জুন রবিবার সকাল সাড়ে ৯ টায় ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুস্থ শৈল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সংবাদ পেয়ে দুপুরে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে গিয়ে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই  মো. রাসেল (২৫) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে। নিহত নুরুজ্জামান নুরু জামালপুর জেলার মেলান্দহ থানার কাইজলাটা চৌধুরী বাড়ীর মৃত ফজলুল কবির লেবু মন্ডলের ছেলে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক হুমায়ুন কবির (২) জানায়, দাপা শৈলকূড়াস্থ  জৈনক এরশাদের মালিকানাধীন একটি কারখানার শেডের ছাদের এঙ্গেল ভাঙ্গার কাজ করার সময় অসাবধানতা বশত: একটি লোহার এঙ্গেল বিদ্যুতের তারের উপর গিয়ে পরে। এতে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃস্ট হয়ে নিচে পড়ে যায় নিহত নুরুজ্জামান ওরফে নুরু। আহত অবস্থায় উপস্থিত অপর শ্রমিকরা তাকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।

add-content

আরও খবর

পঠিত