নারায়ণগঞ্জে দোল পূর্ণিমা হোলি উৎসব পালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব। বহির্বঙ্গে পালিত হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এই উৎসবের অপর নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। আর আবিরের বাহারি রং হোলি উৎসবে মেতে উঠেন নারায়ণগঞ্জের সনাতন ধর্মালম্বীরা।এটি হিন্দু সম্প্রদায়ের দোল পূর্ণিমা বা গৌরি উৎসব নামে পরিচিত এটি। সোমবার (৯ মার্চ) সকাল থেকেই দুপুর পর্যন্ত অসংখ্য মানুষ হোলি উৎসবে যোগ দিতে আসতে থাকেন দেওভোগ আখড়ার শ্রী রাধাগোবিন্দ মন্দিরে।

সরজমিনে দেওভোগ আখড়ায় অবস্থিত রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে দেখা যায়, অসংখ্য নারী-পুরুষের পাশাপাশি সকল বয়সী লোকে লোকারণ্য হয়ে পড়েছে গোটা মন্দির প্রাঙ্গণ। তারা সবাই মেতে উঠে হোলি উৎসব উদযাপনে। একে অন্যেকে মাখিয়ে দিচ্ছে বিভিন্ন রঙ-বেরঙের রংয়ের ছোয়া।

বিশাল সাউন্ড সিস্টেমে ডিজে গানের তালে তালে নেচে গেয়ে হোলি উৎসবকে আরো মুখরিত করে তোলে এখানে হোলি খেলতে আগত সবাই। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব এই দোল পূর্ণিমা।

add-content

আরও খবর

পঠিত