নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে সাতটি তাজা হাত বোমা, দেশীয় অস্ত্র ও বোমা তৈরির বিস্ফোরক দ্রব্যসহ দূর্ধর্ষ ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতদের মধ্যে একজন নারী সদস্যও রয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- মোমেন, শুক্কুর আলী, নাজিম উদ্দিন, বাবুল হোসেন ও মমতাজ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে এবং তারা বড় ধরণের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। শনিবার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরি জেলা পুলিশ সুপারের কার্য্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানায়, শুক্রবার রাতে সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাতটি তাজা হাত বোমা, রাম দা, তালা কাটার মেশিন ও ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমান সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তিমতে একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ ডাকাত দলের আরো তিন সদস্যকে আটক করা হয়। এসময় নারী সদস্যের বাসা থেকে বোমা তৈরির বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্র আইনে দুইটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।