নারায়ণগঞ্জে চাঁদাবাজির সময় র‌্যাবের হাতে গ্রেফতার ৪ চাঁদাবাজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জে ফতুল্লায় গাড়ী চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় চাঁদাবাজির টাকা সহ হাতেনাতে চাঁদাবাজ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। ৩ই জানুয়ারি সোমবার ফতুল্লা মডেল থানাধীন পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো : মো.বিল্লাল হোসেন (২১), মো. শেখ মিসাল (১৯), মো. রাকিব (২২) এবং মো. সুমন (২২)। গ্রেফতারকৃত চাঁদাবাজদের কাছ থেকে চাঁদাবাজির টাকা এবং ৪ চারটি মোবাইল জব্দ করে র‌্যাব।

আজ ৩ই জানুয়ারি সোমবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, ফতুল্লা মডেল থানাধীন পাগলা বাজার এলাকা থেকে বিভিন্ন ধরনের গাড়ী চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় চাঁদাবাজির টাকা সহ হাতেনাতে চাঁদাবাজ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত চারটি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত