নারায়ণগঞ্জে করোনা জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি) : নারায়ণগঞ্জে করোনা জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। সোমবার (১লা জুন) দুপুর ২ টায় পুলিশ লাইনস প্রাঙ্গনে ওইসকল সদস্যকে ফুল দিয়ে বরণ করেছেন জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম (পিপিএম)। এমন বর্নিল আয়োজনে যুক্ত হওয়ার পর করোনা থেকে সুস্থ হয়ে উঠা  ১০১ জন পুলিশ সদস্যদের ঘিরে সংবর্ধনা অনুষ্ঠানটিতে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়।

এসময় প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম তার বক্তব্যে পুলিশ প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ, এবং ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সঠিক দিক নির্দেশনা ও পর্যাপ্ত সহযোগিতার কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এসব পুলিশ সদস্যদের দ্রুত আরোগ্যের জন্য যেসব কর্মকর্তা কর্মচারী ঝুঁকি নিয়ে সার্বক্ষণিক কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানান। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা যারা করোনা জয়ে সার্বক্ষণিক পাশে ছিলেন তাদের সহ গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্বপালনের মাধ্যমে উৎসাহ প্রদানে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে করোনা জয়ী কয়েকজন পুলিশ সদস্য কান্নাজড়িত কণ্ঠে তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারাও ঢাকা রেঞ্জের ডিআইজি এবং জেলা পুলিশ সুপার সহ উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি  বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, প্রথমদিকটায় মানসিকভাবে অনেকটা ভেঙ্গে পড়েছিল। তবে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিনিয়ত খোজ খবর ও পরামর্শে তার শক্তি ফিরে পায়। এছাড়াও নিজ বাসায় থেকে আইসোলশনে থাকাকালিন যাবতীয় বাজার এবং ওষুধ ও পণ্য জেলা পুলিশের পক্ষ থেকে সরবরাহ করায় তারা  কৃতজ্ঞ।

জানা গেছে, হটস্পট চিহ্নিত নারায়ণগঞ্জ জেলায় করোনায় সংক্রমন প্রতিরোধে মানুষকে ঘরে ফেরাতে দিন রাত পরিশ্রম করেছেন পুলিশ সদস্যরা। এসময় পেশাগত দায়িত্ব পালনের মধ্যেই নারায়ণগঞ্জ জেলা পুলিশের মোট ১৪৯ জন পুলিশ সদস্য এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে। যার মধ্যে ১০১জন পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করলেন। বাকি ৪৮ জন সদস্য হাসপাতাল এবং আইসোলেশনে আছেন। তবে তারাও সবাই সুস্থ্য আছেন এবং খুব দ্রুত আরোগ্য লাভ করবে বলে জানানো হয়।

এ সংর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সকল পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত