নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু হলে দাফন হবে মাসদাইরে : ডিসি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রান্ত জরুরি সভায় জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে তাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পৌর কবরস্থানে (মাসদাইর) দাফন করা হবে। পৌর এলাকার বাইরের কেউ হলেও সেখানেই দাফন করা হবে। কারণ সেখানে আমাদের এমনিতেই প্রস্তুতি আছে।  আইইডিসিআর ও ডব্লিইএইচও এর নির্দেশনা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এব্যাপারে রেজ্যুলুশেন করার পাশাপাশি সিটি করপোরেশনের সিওকে দেখভালের অনুরোধ জানান ডিসি। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেসকনফারেন্স অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক তথ্য আদান-প্রদানে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়ে বলেন, আমাদের কাছ থেকে যাতে সঠিক তথ্য প্রকাশ করা হয়। তথ্য আদান প্রদানে যাতে কোনো ভেরিয়েশন না থাকে। এতে করে সাংবাদিকদের মাঝে এক ধরণের বিভ্রান্তির সৃষ্টি হয়। তারা ঝুঁকি নিয়ে কাজ করছে এবং আমাদের সাহায্যে করছে। তাদের গঠনমূলকভাবে তথ্য দেয়া আমাদের দায়িত্ব। পাশাপাশি ফোনকলও রিসিভ করতে হবে।

সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী ইতিমধ্যেই পৌঁছে গেছে। প্রতিটি উপজেলায় একটি করে টিম থাকবে। তারা ইতিমধ্যেই উপজেলাগুলোতে পৌঁছে গেছে। তারা মূলত তিনটি বিষয়ে বিশেষভাবে কাজ করবে-বিদেশ ফেরত ব্যক্তিদের কোয়ান্টাইনে থাকার জন্য বাধ্যতামূলক, কোয়ারেন্টানে না গেলে শাস্তির ব্যবস্থা ও বাজার মনিটরিং এ জেলা ম্যাজিস্ট্রেটের সহযোগীতায় তারা কাজ করবে। তাদের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে।

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ ( ডিবি ) মোস্তাফিজুর রহমান প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত