নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৪১ জন । এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪২ জন। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যের পর সংস্থাটির ২৪ ঘণ্টায় এ হিসেব ৭৮ জন। তবে, নতুন করে ভাইরাসটিতে কোনো ব্যক্তি মারা যায়নি, মঙ্গলবার (২৮ এপ্রিল) এমন তথ্য জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ফলে জেলা মৃত্যুর সংখ্যা পূর্ববর্তী সময়ের মত ৪২ জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
এর আগে সোমবার (২৭ এপ্রিল) সকালের দিকে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জেলার মোট আক্রান্তের সংখ্যা ৬৫৮ জন নিশ্চিত করা হয়েছিল। পরবর্তীতে আইইডিসিআর বিকেলের দিকে জেলার মোট আক্রান্তের সংখ্যা ৬৯৯ জনের খবর জানিয়ে তাদের ওয়েব সাইটে তথ্য নিশ্চিত করে।
এদিকে মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাদের হিসেবে জেলার মোট আক্রান্তের সংখ্যা ৭৪২ জন। এর মধ্যে সিটি করপোরেশনে ৫০৪ জন আক্রান্ত, মৃত্যু ২৫ এবং সুস্থ হয়েছেন ১৮ জন। এছাড়া আড়াইহাজার উপজেলায় আক্রান্ত ১৬ জন, সুস্থ ৩। বন্দর উপজেলায় ১০ জন, মৃত্যু ১। রূপগঞ্জ ১০ জন, মৃত্যু ও সুস্থ ১। সদর উপজেলায় ১৮৬ জন, মৃত্যু ১০ এবং সুস্থ ৮। সোনারগাঁ উপজেলায় ১৬ জন, ২ টি।
গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত পুরো জেলা থেকে ২ হাজার ৪ শ ২৩ জনের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ।