নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গত ২৪ ঘন্টায় সরকারি হিসেবে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৩৭ জন। সবমিলিয়ে নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১৪৪ জন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইনসংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) থেকে এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, ১২ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছিলেন মোট ১০৭ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১২ জন। ১৩ এপ্রিল নতুন ৩৭ জন করোনা আক্রান্ত রোগী নারায়ণগঞ্জে বেড়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।
সোমবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন আক্রান্ত হয়েছেন ১৮২ জন, মৃত্যু হয়েছে আরো ৫ জনের। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৮০৩ জন, সর্বমোট মৃত্যু হয়েছে ৩৯ জনের বলে জানিয়েছে আইইডিসিআর।