নারায়ণগঞ্জে এবার গণবিপ্লব হবে : মেয়র প্রার্থী তৈমুর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আপনাদের বুঝতে হবে আমি কোথায় আছি, কী পর্যায়ে কাজ করছি। এখানে বিএনপির সবাই আছেন। আমাদের দলের নেতাকর্মীরা নির্যাতিত। তারা জনগণকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হবে। নারায়ণগঞ্জে এবার গণবিপ্লব হবে। ৩১ই ডিসেম্বর শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় গণসংযোগকালে তিনি এসকল কথা বলেন।

প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, বেকার সমস্যা দূর হবে, সকল সমস্যা দূর করা হবে। ইপিজেডকে বাধ্য করা হবে, তাদের ট্রেড লাইসেন্স বন্ধ করে দেয়া হবে। আমাদের ছেলেদের চাকরির জন্য। স্থানীয় লোকদের চাকরি দিতে হবে। বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে ছেলেদের গড়ে তোলা হবে। বেকারত্ব দূর করবো, প্রয়োজনে বেকার ভাতা দেয়া হবে।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রস্তাব আমিই দিয়েছি। পরে নির্বাচন হল, আমাকে দল থেকে সরিয়ে দেয়া হল। এরপর নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়ার পরেও আমি করিনি।

তিনি আরও বলেন, আমি রিকশা ইউনিয়ন ও ঠেলাগাড়ি ইউনিয়ন করেছি। খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে আমি আমার জীবন কাটিয়েছি।

তৈমুর আলম বলেন,  এবার বিএনপির হস্তক্ষেপ নেই, এবার জনগণের ম্যান্ডেট। আমি যদি বসে যাই জনগণের বিচার কবরে গিয়ে হলেও করবে। জনগণের সঙ্গে বেঈমানি করার কোনো সুযোগ নাই।

add-content

আরও খবর

পঠিত