নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা প্রাদুর্ভাবে নারায়ণগঞ্জে চলমান পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে জেলা পুলিশের ৬ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে, এ বিষয়ে কেউ মুখ খুলতে রাজি না হলেও একটি প্রভাবশালী দৈনিক সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে পুলিশ সদস্যদের আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ করেছে।
দৈনিকটির প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ৬ সদস্য নারায়ণগঞ্জ সদর মডেল থানা এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত রয়েছে। এছাড়াও জেলা পুলিশ সুপারের গাড়ি চালক সানোয়ারও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। ১৫ এপ্রিল তার পজিটিভ শনাক্ত হয়।
পুলিশের মুখপাত্র সহকারী মহাপরর্দিশক সোহলে রানার বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, পুলশিরে যেসব সদস্য করোনায় আক্রান্ত হয়েছেনে তাদরে পুলশিরে স্থানীয় চিকিৎসাকেন্দ্র গুলোতে আইইডসিআির এর নিয়ম অনুসরণ করে চকিৎিসা দেওয়া হচ্ছে। তাদরে আইসোলশেনে রাখা হচ্ছে। কারও শারীরকি অবস্থার অবনতি হলে তখন আইইডসিআির যে হাসপাতালগুলোকে করোনা চিকিৎসার জন্য র্নিধারণ করে দিয়েছে, সেগেুলোতে তাদের স্থানান্তর করা হবে।
এদিকে চলমান এই সঙ্কটকালিন সময়ে সার্বক্ষণিক কাজে নিয়োজিত রয়েছে পুলিশ সদস্যরা। তারা একদিকে আইনশৃঙ্খলা রক্ষার্থে যেমন কাজ করছে তেমনিভাবে লকডাউনে চলমান নির্দেশনা বাস্তবায়ন করাসহ করোনায় আক্রান্তদের নানাবিধ সাহায্য সহযোগিতায় ব্যাপক তৎপরতা চালাচ্ছে।