নারায়ণগঞ্জের মেয়রের পদ থেকে পদত্যাগ করলেন আইভী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের প্রার্থী হতে আইন মেনে মেয়র পদ ছেড়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। ১৪ই ডিসেম্বর মঙ্গলবার  দুপুরে এক সভায় তিনি মেয়র পদ ছাড়ার ঘোষণা দেন। সেইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

সময় আইভী বলেন, অফিস যেভাবে চলছিল আপনারা সেভাবে চালাবেন। দয়া করে কোনো ধরনের ফাঁকি দিবেন না। আমি আপনাদের সঙ্গে অনেক সময় রাগারাগি করেছি, সেটা সম্পূর্ণ কাজের স্বার্থে। এতো মেগা প্রজেক্ট করার পরও দেখা যাচ্ছে, আমরা অনেক কাজ শেষ করতে পারিনি। যত দ্রুত সম্ভব কাজ আমাদের শেষ করতে হবে।

তিনি আরও বলেন, আমি হয়তো থাকবো না, অন্য কেউ আসবে। আমিও ফেরত আসতে পারি। কিন্তু আপনাদের প্রতিষ্ঠান থাকবে। আগামী দুই মাস কোনো ধরনের অবহেলা করবেন না। কাজ যেভাবে চলছে সেভাবে চালিয়ে যাবেন।

আইভীর ব্যক্তিগত কর্মকর্তা আবুল হোসেন জানান, আগামী ১৬ জানুয়ারি সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিতে তিনি পদত্যাগ করেন। নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র হিসেবে তিনি মঙ্গলবার শেষ অফিস করেছেন।

এদিকে, আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ডা. সেলিনা হায়াৎ আইভী সহ প্রতিদ্বন্দ্বীতা করতে ১১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এবং ২০০৮ সালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। ২০১৬ সালের ২২ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচনের আগে ওই বছরের ২৩ নভেম্বর মেয়র পদ ছাড়েন আইভী। এরপর ২০১৬ সালেও তিনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে সফলভাবে মেয়রের দায়িত্ব পালন করেন। এবার তিনি মেয়র পদে তৃতীয় বারের মতো প্রতিদ্বন্দ্বীতা করবেন।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ আগামী বছরের ১৬ জানুয়ারি। নারায়ণগঞ্জের ২৭ টি ওয়ার্ডে এবার ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত