নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া নারায়ণগঞ্জের তিন পুলিশ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৮ জুন ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদায়নের খবর জানানো হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো ইনভেস্টিকেশনের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক, ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে গাজীপুরের উপ পুলিশ কমিশনার পদে পদায়িত করা হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম জেলার বাসিন্দা মোহাম্মদ মনিরুল ইসলাম ২০১৭ সালে নারায়ণগঞ্জ পুলিশে যোগ দেন। অপর দিকে ময়মনসিংহ জেলার বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম ২০১৮ সালে নারায়ণগঞ্জ পুলিশে যোগ দেন।