নারায়ণগঞ্জ বার্তা ( বন্দর প্রতিনিধি) : নারায়ণগঞ্জ বন্দরের ঐতিহাসিক লাঙ্গলবন্দ মহাতীর্থ স্থানে অষ্টমী স্নানোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা মুসাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীর সভাপতিত্বে সভায় আলোচনা করেন বন্দর থানার অফিসার ইনচার্জ একেএম শাহিন মন্ডল,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপীনাথ দাস,বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ,নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহা,মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন,মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন,ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহমেদ,পল্লী বিদ্যুত সমিতি বন্দর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফ হোসেন খান,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা দীন ইসলাম,উপজেলা স্বাস্থ কর্মকর্তা প্রমুঘ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর দাস,মুসাপুর ইউনিয়ন সচিব বশির আহমেদ,পিএস ইকবাল হোসেন,স্মৃতি পাল,স্বপন চন্দ্র দাসসহ অন্যান্য ব্যাক্তবর্গ।
প্রস্তুতিমূলক সভায় বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ বলেন,জননেত্রী শেখ হাসিনার প্রদত্ত বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই ধর্ম যার যার উৎসব সবার। প্রত্যেকের ধর্ম পালণে সাগ দৃষ্টি রাখতে হবে। যার যার ধর্ম তার তার কাছে বড়। কাজেই আমাদেরকে হিন্দু সম্প্রদায়ের স্নানোৎসবে সর্বাতœক সহযোগিতা করে সত্যিকারের মানুষের পরিচয় ফুটিয়ে তুলতে হবে। ধর্ম নিয়ে কোন প্রকার বাড়াবাড়ি করা যাবেনা। ধর্মীয় অনুশাসন হচ্ছে শান্তির বিধান। আমাদেরকে শান্তির বিধান মেনে চলতে হবে ।