দ্রুত সময়ের মধ্যে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে : নয়ন মোল্লা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে দ্রুত সময়ের মধ্যে কারাগার থেকে মুক্ত করতে হবে। আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। দেশের মানুষ এ সরকারকে একদিনও ক্ষমতায় দেখতে চায় না। মানুষের ভোটের অধীকার হরণ করে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে। তাদেরকে মানুষ ভোট দেয়নি। রাতের আঁধারে ভোট চুরি তারা ক্ষমতায় এসেছে। এখন নানা কায়কদা ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করছে। দেশে আইনের শাসন এখন বিলুপ্ত। ২৬ অক্টোবর শনিবার একান্ত সাক্ষাতকারে আড়াইহাজার থানা বিএনপির সিনিয়র নেতা মিরজুল হাসান নয়ন মোল্লা এসকল কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ এখন টেন্ডারবাজি, দখলবাজি ও ক্যাসিনোর ব্যবসা করছে। দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। দ্বিমত পোষণ করলেই সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করা করছে ছাত্রলীগ ও যুবলীগ। যা দেশের গণতন্ত্রের জন্য অসনি সংকেত।

নয়ন মোল্লা বলেন, আমি দীর্ঘ সময় ধরে বিএনপির মাঠ পর্যায়ের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। দলের এ দু:সময়ে আমি জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে থেকে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে সক্রিয় ভুমিকা পালন করছি। দলের হাইকমান্ড আমাকে থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দিলে শত প্রতিকূলতার মাঝেও দলকে সুসংগঠিত করে তৃণমূল নেতা কর্মীদের নিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে আছি এবং থাকব ইনশা আল্লাহ্। আমি থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রত্যাশী। আড়াইহাজার থানা বিএনপির হাল ধরতে চাই। দলের বিভিন্ন সংগঠনকে অতীতের যে কোন সময়ের চেয়ে আরো বেশী শক্তিশালী করে গড়ে তুলতে চাই। শহীদ জিয়ার আর্দশকে বুকে ধারণ করে জাতীয়তাবাদের সকল সৈনিকদের সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

add-content

আরও খবর

পঠিত