দুই বোনকে গণধর্ষণের মামলায় ৫ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে দুই বোনকে গণধর্ষণ মামলার রায়ে ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশসহ এক লাখ টাকা অর্থদন্ড করেছন আদালত। এছাড়ও এ মামলার অপর এক আসামী নজরুল ইসলাম হোমা খালাস পেয়েছেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন। বাকী আসামিরা পলাতক রয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন, সোনারগাঁয়ের মঙ্গলেরগাঁও এলাকার মৃত হজরত আলীর ছেলে শাহ আলম একই এলাকার আব্দুল খালেকের তিন ছেলে খোকন, এমদাদ, ইকবাল ও হাবিবুল্লার ছেলে জিয়া। খালাসপ্রাপ্ত আসামী নজরুল ইসলাম হোমা সোনারগাঁয়ের মঙ্গলেরগাঁয়ের হাকিম মিয়ার ছেলে।

আদালতের স্পেশাল পিপি রকিব উদ্দিন জানান, ২০১০ সালের ২৮ মে লালমনিরহাট থেকে দুই বোন স্ব-পরিবারে সোনারগাঁয়ে চাচার বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় ধর্ষিতাদের মধ্যে একজন মামলা দায়ের করেন।  এ মামলায় পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করেছেন।

add-content

আরও খবর

পঠিত