দলীয় লোককেই মনোনয়ন দেয়া হোক : বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনে আরজু ভূঁইয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষ্যে শনিবার বন্দর উপজেলাধীন মদনপুরে অবস্থিত আরজু হাউসে এক আলোচনা সভার আয়োজন করা হয় এবং কেক কেটে এ মহান নেতার জন্মদিন উদযাপন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শুক্কুর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগের দলীয় লোককেই নৌকার মনোনয়ন দেয়া হোক। আর তাতেই বিজয় নিশ্চিত হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে হয়ত আমরা কোনদিন স্বাধীন বাংলাদেশ হিসেবে একটি দেশ পেতামনা। আজকের এই দিনে এই মহান নেতার আত্মার মাগফিরাত কামনা করছি। যাতে আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসীব করেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে এবং সেই উন্নয়নের সহযাত্রী হতে আমি নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশা করছি। জনগণ আমার পাশে থাকলে এবং আমাকে চাইলে অবশ্যই নেত্রী আমাকে মনোনয়ন দিবেন ইনশাল্লাহ।

উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বন্দর থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমান, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আলী ভান্ডারী, কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, ২১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মায়ানুর আহাম্মেদ মায়া, মদনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী মাফিয়া আক্তার তানিয়া উপস্থিত ছিলেন। অন্যান্য অতিথি হিসেবে ২১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা রাশিদা বেগম, অন্যান্য মহিলা নেত্রী পারুল আক্তার, মাহমুদা আক্তার পান্না, মদনপুর ইউনিয়ন আ’লীগ নেতা মোতালিব মিয়া, মোজাম্মেল হক মুকুল, মদনপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মঞ্জুর হোসেন, বন্দর থানা যুবলীগ নেতা ইকবাল ভূঁইয়া, এড. আল মামুন ভূঁইয়া, যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান অহিদ, কামাল দেওয়ান, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর, ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজান, বন্দর থানা তাতী লীগের সভাপতি আব্দুল হক, সা. সম্পাদক আমজাদ, সহ-সভাপতি গহন আলী, যুগ্ম সম্পাদক সিরাজ মিয়া, মদনপুর ইউনিয়ন তাঁতী লীগ সভাপতি সিরাজ, সা. সম্পাদক আউয়াল, মুছাপুর ইউনিয়ন তাঁতী লীগ সভাপতি হাজী আবু সাঈদ, সা. সম্পাদক দেলোয়ার, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল, আলিম, ইলিয়াছ, সবুজ, শাকিল, মহিলা আ’লীগ নেত্রী সুমা আক্তার, ছালমা আক্তার ও নাছিমা আক্তার সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত