কলেজ কর্তৃপক্ষের ভূল সিদ্ধান্তে, পরীক্ষায় অংশগ্রহনে শিক্ষার্থীদের চরম র্দূভোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে স্বরনকালের অসহনীয় সেরা যানজটে নাকাল নগরবাসী। ৬ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টা থেকে এই যানজটের শুরু হলে ধীরে ধীরে দুপুর ঘনিয়ে আসলে এই যানজট প্রকট রূপ ধারন করে। শহরের তোলারাম কলেজ সংলগ্ন সড়ক,  জামতলা, চাষাঢ়া ও মেট্রো হল সহ ২নং রেল গেইট এর প্রধান সড়ক গুলো ছিল চোখে পড়ার মত যানজট। সড়কগুলোর যে পাশেই তাকাই না কেন শুধুই যেন বড়-ছোট যানবাহনের এক বিশাল র‌্যালী।IMG_0321

ভোক্তভোগীরাও তুলে ধরে এ নিয়ে নানা অভিযোগ। তোলারাম কলেজের সড়ক দিয়ে হেটে যাওয়া সচেতন নাগরিক আব্দুল মালেকনারায়ণগঞ্জ বার্তা ২৪ কে জানায়, কলেজ কর্তৃপক্ষের একটি ভূল সিদ্ধান্তের কারণে অনার্স পরীক্ষায় অংশগ্রহনরত শিক্ষার্থীদের প্রথমদিনই চরম র্দূভোগ পোহাতে হয়েছে। এই ভূল কাজ টি সম্পাদন করেছেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের দায়িত্বরত কর্তৃপক্ষ। শনিবার সকালে অনার্স ১ম বর্ষের পরীক্ষা শুরু হয় কিন্তু পরীক্ষার্থীদের হল ও কক্ষ নাম্বার খুজতে হয়রানি শিকার হয়। পরীক্ষার হল সিট নাম্বারের তালিকা কলেজের গেইটের বাহিরের অপরদিকের দেয়ালে লাগানো হয় যার ফলে র্দূভোগ সৃষ্টি হয় ছাএ-ছাএীদের মাঝে। কলেজের ভেতরে অনেক জায়গা থাকা ফলেও চলমান সড়কের পাশের দেওয়ালে সিট নাম্বারের তালিকা লাগিয়ে দেন কলেজ কতৃপক্ষ। যার ফলে সিট নাম্বারের তালিকা দেখার জন্য রাস্তার পাশে একএিত হয় ছাএ-ছাএীরা। এদিকে সিট নাম্বারের তালিকা দেখতে যেমন র্দূভোগে পড়েন ছাএ-ছাএীরা তেমনি রাস্তায় চলাচল করতে অসুবিধা হয় সাধারণ মানুষের। গেইটে বাহিরে ছাএ-ছাএীর ভীড়ের কারনে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হয়।  এর ফলে প্রতিনিয়ত স্কুল ছাএ-ছাএীদের স্কুলের যাওয়ার পথে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় এবং বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মীরা কর্মস্থলে যাওয়ার পথে বাধা সম্মুখীন হয়। কলেজ কতৃপক্ষের কারনে বিভিন্ন হয়রানির শিকার হন ছাএ-ছাএী সহ সাধারণ মানুষ। পরবর্তিতে এ ঘটনা যেন না ঘটে সে দিকে কলেজ কতৃপক্ষকে লক্ষ্য রাখার  জন্য ভোক্তভোগী সচেতন নাগরিকের অনুরোধ জানায়।IMG_0326

এব্যাপারে চাষাঢ়া ডাক বাংলা সংলগ্ন সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ হেলিম মিয়া নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে জানায়, চালকদের সেচ্ছাচারিতা, যত্রতত্র গাড়ি পার্কিং, ট্রাফিক আইন না মেনে বিভিন্ন বাস, ট্রাক, সি.এন.জি গাড়ি ও রিকশাগুলোর অশৃঙ্খলভাবে  গাড়ি পরিচালনা করা এটাই প্রতিদিনের যানজটের এক প্রধান কারন। তাছাড়া আজ সরকারী অফিস আদালত বন্ধ থাকলেও এই তোলারাম ও মহীলা কলেজসহ বিভিন্ন কলেজে পরীক্ষা চলছে বিধায় আমাদের অতিরিক্ত চাপের মধ্যে যানবাহন নিয়ন্ত্রন করতে হচ্ছে। তারপরেও আমরা আশাবাদি বিকালের আগেই যানজট কমে আসবে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত