তোলারাম কলেজের ছাত্রী হলটি নারী শিক্ষার্থীদের এক নিরাপদ বাসস্থান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত আল রহমান লিংকন ) : নারায়ণগঞ্জে উচ্চ শিক্ষার জন্য দূর-দুরান্ত থেকে আগত নারী শিক্ষার্থীদের এক অন্যতম নিরাপদ বাসস্থান বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল। নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়ার নিকটর্বতী আল্লামা ইকবাল রোড এলাকায় সরকারী তোলারাম কলেজের গা ঘেঁষে এর অবস্থান। উল্লেখিত কলেজটিতে জেলা উপজেলার বিভিন্ন শহর উপ-শহরের শিক্ষার্থীরাই শুধুমাত্র শিক্ষা অর্জনের প্রয়োজনকে পুজিঁ করে বসবাসের জন্য নারীরা আসেন এই হলটিতে। এই নগরে যাদের নিকটতম আত্মীয়-স্বজন রয়েছে, তাদের থাকার কোনো সমস্যা নেই। তবে যাদের নেই তাদের জন্য নিরাপদ বাসস্থান পাওয়া বেশ কষ্টসাধ্য।

সম্প্রতি এই হলটিতে ছাত্রী বাসস্থান সঙ্কট নিরসনে লক্ষ্যণীয় অগ্রগতি দেখা দিয়েছে। কারণ তাদের কষ্ট দূর করতে- লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ, উন্নত খাবার, কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং মানসম্মত থাকার ব্যবস্থা রয়েছে এই ছাত্রী হলে।

যেভাবে সিট প্রাপ্তি : সিট নিতে হলে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হয়। বাবা-মা ছাড়াও স্থানীয় অভিভাবকের নাম, ঠিকানা এবং আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র ও ছবি জমা দিতে হয়। ভর্তি ফি বাবদ এককালীন বাৎসরিক ৬ হাজার টাকা প্রদান করতে হয়। যার জন্য প্রতি মাসে এর ভাড়া বাবদ আর কোনও ঝামেলা পোহাতে হয়না। এখানে ১৮টি কক্ষে প্রায় ৭৩টি সিট রয়েছে।

থাকা ও খাওয়ার জন্য যে ব্যবস্থা : সাধারণত প্রতিটি কক্ষে ৪ জন করে থাকার ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র প্রত্যেক মাসের ৫ তারিখের মধ্যে খাওয়ার ফি পরিশোধ করতে হয়। খাবার রান্না করার সেবায় নিয়োজিত রয়েছে দুইজন গৃহকর্মী। ইচ্ছা করলে নিজেও রান্না করতে পারবে।

প্রবেশ ও বাহির : নিরাপত্তার কথা চিন্তা করে হলটির কর্তৃপক্ষ ছাত্রীদের ক্ষেত্রে ফেরার সময় বেলা শেষ হওয়ার (মাগরিবের আযানের ১৫ মিনিট) আগে নির্ধারণ করেন।

সাথে যা আনতে হয় : হল থেকে থাকার জন্য খাট, চেয়ার-টেবিল সরবরাহ করা হয়। শুধুমাত্র তোষক, বালিশ, বিছানা চাঁদর, থালা-বাসন নিয়ে আসতে হয়।

মূল্যবান কিছু রাখার জন্য যে ব্যবস্থা : ছাত্রীদের নিজরুম থেকে টাকা বা গহনা হারিয়ে গেলে কর্তৃপক্ষ কোনো প্রকার দায়-দায়িত্ব নেয় না। তাই নিজ দায়িত্বেই মূল্যবান যেকোন কিছুই ছাত্রীদের বহন করতে হয়। সেক্ষেত্রে তারা ট্রাঙ্কে তালা লাগিয়ে নিরাপত্তা বহাল রাখে।

সিট ছাড়ার জন্য : হলের সিট ছাড়তে হলে অধ্যক্ষ বরাবর একটি আবেদন এর মাধ্যেমে জানাতে হয়।

add-content

আরও খবর

পঠিত