নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ): জেলার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম কেওঢালাস্থ এলাকার মৃত হাসান আলীর ছেলে চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী ও একই এলাকার মনির খুনের আসামী মোহাম্মদ আলী ও তার সহযোগী সফিক কে ১০ পিছ ফেন্সিডিল সহ গ্রেফতার করেন, জেলা গোয়েন্দা পুলিশ।
তথ্য সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ১২টার সময় জেলা গোয়েন্দা পুলিশের এস আই মাসুদ, এস আই টুটুল মোল্লা, এস আই আসাদুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে, তার নিজ বাড়ি থেকে ১০ পিছ ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ও তার সহযোগী একই এলাকার সুরুজ আলীর ছেলে মাদক ব্যবসায়ী সফিক কে গ্রেফতার করেন।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, যাহার নং-২৩-১২-১৭ইং (৪৫) ।
এ ঘটনায় শনিবার দুপুরে মুঠোফোনে এস আই আসাদুজ্জামান সত্যতা স্বীকার করে বলেন, ১০ পিছ ফেন্সিডিল সহ তাকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আজ আসামীদের আদালতে প্রেরন করা হবে।
এলাকা সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ও সফিক দীর্ঘ দিন যাবৎ মরন নেশা নামক মাদক দ্রব্য ইয়াবা সহ ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাছাড়া মোহাম্মদ আলীর বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদক মামলা সহ খুনের মামলা রয়েছে।