নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি) : মঙ্গলবার ডাকাত আতংকে রাতভর শংকায় কাটিয়েছে বন্দর উপজেলাবাসী। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুখফুলদী নয়ানগর এলাকায় ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসী ৩ ডাকাতকে হাতে নাতে আটকের পর থেকে গোটা বন্দর জুড়ে ওই আতংক দেখা দেয়। এদিকে মঙ্গলবার গভীর রাতে মুখফুলদী এলাকায় আবারো ডাকাতের হানা পড়েছে এমন আতংকে ওই এলাকাসহ আশ পাশের বাসিন্দাদের মাঝে সংশয় দেখা দেয়। ডাকাতের হামলার খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে বন্দরের মুখফুলদী নয়ানগর হতে শুরু করে আদমপুর রুস্তমপুর, মিরকুন্ডী, বালুচর, সাবদী ,আইসতলা , কলাবাগ, সেলসারদী ,দীঘলদী ,কল্যান্দী ,ঝাউতলা, পুরান বন্দর, মোল্লা বাড়ী, চৌধুরীবাড়ী, কলাগাছিয়া, নরপদী, চুনাভূড়া, চর ঘারমোড়া, ঘারমোড়া, ফরাজীকান্দা, হাজীপুর এবং সিটি কর্পোরেশনের শান্তিনগর,মদনগঞ্জ, ফরাজীকান্দা উত্তর, মাহমুদনগর, বেপারীপাড়া, দড়ি সোনাকান্দা, সোনাকান্দা,নোয়াদ্দা,রূপালী আবাসিক এলাকা,আমিন আবাসিক এলাকা, র্যালি আবাসিক এলাকা,লেজারার্স আবাসিক এলাকা,বন্দর বাড়ইপাড়া,শাহী মসজিদ, রাজবাড়ী, জামাইপাড়া, কোর্টপাড়া, চিতাশাল, সিদ্দিকনগর, একরামপুর ইস্পাহানী, বাগবাড়ী,কবিলেরমোড়,কদমরসুল, নবীগঞ্জ বাজার,বক্তারকান্দি,আমিরাবাদ,চৌড়াপাড়া ও লক্ষণখোলাসহ প্রায় প্রতিটি অঞ্চলের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্ঘুম রাত কাটায়। কেউ কেউ হাতে টর্চ লাইট, দা বটি, কুড়াল, খুন্তি, কেচি এমনকি লাঠিসোটা নিয়ে প্রতিরোধের প্রস্তুতি নেয়। উপজেলা ও সিটি কর্পোরেশনের প্রায় প্রতিটি মসজিদের মাইকে ডাকাতের সংবাদ আহবান করা হয়। ডাকাতের ভয়ে বিভিন্ন অঞ্চল থেকে অনেকেই বন্দর থানায় সংবাদ দ্রুত পৌছায় । গোটা বন্দর জুড়ে ওই গুজবের কারণে পুলিশের একাধিক টীম টহল দিতে দেখা যায়। মঙ্গলবারের ওই পরিস্থিতির কারণে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৫ ঘন্টা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি অতিক্রম করে বন্দরবাসী।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালামের সঙ্গে আলাপকালে তিনি জানান, মঙ্গলবার পুরো রাতটাই ছিল গুজবের। মূলত: ওইদিন সাড়ে ১২টায় মুখফুলদী গ্রামের বাসিন্দা শাহ আলম মাষ্টার ফোনে জানায় বেশ কয়েকজন অপরিচিত লোক এলাকায় প্রবেশ করেছে তাদের কাছে সন্দেহ লাগছে। ওই খবরের পর পরই গোটা মুখফুলদি এলাকায় আতংক দেখা দেয়। ডাকাতদের প্রতিরোধ করতে এলাকার সর্বস্তরের লোকজন দা, বটি, কুড়াল,কুন্তি, শাবল ও লাঠিসোটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। এরই মধ্যে বন্দর থানার একটি পিকাপভ্যান ঘটনাস্থলে ছুটে এলে এলাকাবাসী কিছুটা স্বস্তির নিঃশ^াস ফেলে। এদিকে মুখফুলদী ফের ডাকাতদের হামলার গুজব মুহুর্তের মধ্যে সর্বত্রই ছড়িয়ে পড়লে আশ পাশের মহল্লাসহ গোটা বন্দর উপজেলা ও সিটি এলাকার বিভিন্ন মসজিদে মসজিদে মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সতর্ক করে দেয়া হয়। ডাকাত আতংকের কারণে মঙ্গলবার অনেকটা নির্ঘুম রাত কাটায় উপজেলা ও সিটিবাসী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন ডাকাতির খবর পাওয়া যায়নি।