ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত আটক, অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে থানার তালতলা এলাকা থেকে এদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে থানার রামনগর এলাকার আলী মিয়ার ছেলে স্বপন মিয়া ও মদনপুরস্থ মালামত এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে শান্ত মিয়া।

ধামগড় ফাঁড়ির এসআই কুতুবে আলম ও এএসআই লুৎফর রহমান জানান, সকাল আনুমানিক ১১টায় বন্দর থানাধীন তালতলার অদূরে রামনগরস্থ সোনাচরা এলাকার বিলের মধ্যে একদল ডাকাত নির্জন স্থানে অবস্থান করছিল ও ডাকাতির পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই বিল এলাকায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের ২ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের ফেলে রাখা ব্যাগ তল্লাশী করলে  চাপাতি, ছুরি, কাটার মেশিনসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

এ ব্যপারে বন্দর থানার ওসি শাহীন মন্ডল জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে। পুলিশ তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বন্দরের বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল ফোন, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে থাকে।

গভীর রাতে ডাকাত চক্রটি ছত্রভঙ্গ হয়ে দুই বা ততোধিক দলে বিভক্ত হয়ে বিভিন্ন ফ্ল্যাটে ও ফাঁকা বাড়িতে গ্রিল কেটে বা তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করে থাকে। তবে পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে কৌশলগত অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে বন্দর থানায় ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।

add-content

আরও খবর

পঠিত