নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জের দুইটি আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন লিয়াকত হোসেন খোকা ( নারায়ণগঞ্জ-৩ আসন ) ও আলহাজ্ব এ..কে.এম সেলিম ওসমান ( নারায়ণগঞ্জ-৫ আসন )।
২৬ নভেম্বর সোমবার জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার স্বাক্ষর করা মনোনয়ন এর চিঠি লিয়াকত হোসেন খোকা ও সেলিম ওসমানের কাছে চিঠি পাঠানো হয়।
এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির লাঙল প্রতিকে সংসদ সদস্য হিসেবে হয়েছিলেন লিয়াকত হোসেন খোকা। তারই ধারাবাহিকতায় এবারের জাতীয় সংসদ নির্বাচনেও তারা জাতীয় পার্টির লাঙল প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
একই সাথে সেলিম ওসমান ২০১৪ সালের ৩০ জুন অনুষ্ঠিত উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এস এম আকরামকে হারিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মহাজোট থেকে তার মনোনয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল আওয়ামীলীগের নৌকা প্রতিকের দাবীদার মনোনয়ন প্রত্যাশীরা। একই সাথে সেলিম ওসমান ও লিয়াকত হোসেন খোকাকে ঠেকানোর জন্য জাতীয় পার্টি থেকেও কয়েকজন মনোনয়ন প্রত্যাশী উদয় হয়েছিলেন। কিন্তু নির্বাচনের চূড়ান্ত হিসেবে-নিকেশে সকলকেই ছাড়িয়ে গিয়ে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সেলিম ওসমান।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকা বর্তমান সাংসদ সদস্য ছিলেন। একই ভাবে নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান বর্তমান সাংসদ সদস্য্য হিসেবে রয়েছেন।