নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ৪ এপ্রিল বন্দর গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ। শহীদদের স্মরনে বুধবার সকালে খান মাসুদের নেতৃত্বে বন্দর সিরাজউদ্দৌলা মাঠ প্রাঙ্গণ স্মৃতিস্তম্ভে এপুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন পূর্বে খান মাসুদ বলেন, ৪ এপ্রিল বন্দরের ইতিহাসের ঘৃণ্যতম কালো অধ্যায় রচিত একটি দিন। ১৯৭১ সালের এইদিনে পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল বদর আল শামসের সহযোগিতায় বন্দর সিরাজউদ্দৌলা এলাকার আশপাশ গ্রামের বেশ কয়েকটি ঘর বাড়িতে আগুন ধরিয়ে সব কিছু জ¦ালিয়ে পুরিয়ে ছারখার করে দেয় এবং ৫৪ জন নিরীহ মানুষদের টেনে হিঁচড়ে ধরে এনে হাত-পা ও চোখ বেঁধে তাদের সাড়িবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করতে লাশগুলো একসাথে জড়ো করে আশপাশ থেকে আনা বাঁশ, কাঠের টুকরো ও লাড়কি লাশের উপর রেখে গান পাউডার দিয়ে পুনরায় ব্রাশ ফায়ার করে আগুন ধরিয়ে নির্মমভাবে তাদের হত্যা করে। পাকবহিনীর এমন নিষ্ঠুর নির্মমতার ঘটনা মনে পরে বন্দরবাসীর গাঁ এখনো শিয়রে উঠে।
তাই বন্দরবাসী এইদিনটিকে গণহত্যা দিবস হিসেব হিসেবে পালন করে আসছে। বিদেশী প্রভুদের চক্রান্তে পুনরায় যেন পাকিস্তানের প্রেতাত্মা স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে যে কোন মূল্যে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে হবে।
শহীদদের শ্রদ্ধা নিবেদনে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, যুবললীগ নেতা মোঃ শেখ মুমিন, মোঃ হোসেন, ২২ নং ওয়ার্ড শ্রমিকলীগ নেতা মোঃ সাজু, রাজু আহমেদ, নূরুজ্জামান, সাইদুর, রাজু, সোহেল, আমান ও ছাত্রলীগ নেতা মোঃ শেখ অনিক, মোঃ মাসুদ প্রমুখ।