নারায়নগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত আল রহমান লিংকন ) : করোনায় প্রথমে ক্লাস্টার পরে হটস্পট চিহ্নিত জেলা এখন নারায়ণগঞ্জ। জেলাটিকে পুরো লকডাউন ঘোষনার পর থেকে ঘরবন্দী হয়ে পড়েছে নানা পেশাজীবী সকল মানুষ। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি অসহায় হয়ে পড়েছে কৃষকরাও। আবাদি জমিতে ভালো ফলন থাকলেও বিক্রি করতে হিমশিম খেতে হয়েছে তাদের। এমন সুযোগকে কাজে লাগিয়ে খাদ্য সংকট তৈরী করে বেশী মূল্যে কাঁচা তরকারী বিক্রি করে যাচ্ছিল কিছু মুনাফালোভী ব্যবসায়ী। তাই নারায়ণগঞ্জে খাদ্য সংকট রোধে ও কৃষকদের সুবিধার্থে নানা উদ্যোগ গ্রহণ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকমর্তা (ইউএনও) নাহিদা বারিক।
সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার অন্যতম কৃষি উৎপাদন এলাকা আলীরটেক ও বক্তাবলি ইউনিয়ন। যেখানে এবছর প্রায় ১৫শত হেক্টর জমিতে শাক-সবজির আবাদ হয়েছে। এসকল ফসল বিক্রি করে প্রতিবছর কৃষকের ভাগ্যের চাকা ঘুরলেও করোনা ভাইরাসের প্রভাবে এবছর তার বিপরীত। করোনা আক্রমনের প্রথম দিকে সবজিসমূহ পরিবহন সংকটের জন্য বাজারজাত করতে না পারায় কৃষকের সবজি মাঠেই নষ্ট হচ্ছিল অথচ নদীর এপাড়ের জনগণ উচ্চমূল্যে সবজি ক্রয় করছিল।
এদিকে, এসব শাক- সবজির বাজারজাতকরণে কৃষকের সমস্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক এর দৃস্টিগোচর হওয়ার পর দ্রুত নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ করেছেন। ইতমধ্যে তিনি উৎপাদিত ফসল নদী পার করে অস্থায়ী বাজার বসানোর ব্যবস্থা গ্রহণ করেছেন। যেখানে দ্বিগুবাবুর বাজার ও ঢাকার পাইকাররা সবজি কিনে নিয়ে যান। একই সাথে পুরাতন বাজারেও সবজি সরবরাহ ও নদী পারাপারের ব্যবস্থা গ্রহণ করেছেন। যাতে করে কৃষক তার সুযোগ-সুবিধামত যেকোন বাজারে বিক্রি করতে পারে। এমন উদ্যোগে তাদের উৎপাদিত ফসল বাজারজাত করে লাভবান হবে বলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা সহ স্বস্তি প্রকাশ করেন স্থানীয় কুষকরা।
এ বিষয়ে শরীয়তুল্লাহ নামে একজন কৃষক জানান, গত সপ্তাহেও তার ক্ষেতের ২ মন সবজি নস্ট হলেও এখন উচ্চমূল্য পাচ্ছেন। এখন আর কোন সমস্যা নেই। এজন্য তিনি উপজেলা নির্বাহি অফিসারের প্রতি কৃতজ্ঞ জানান। একইসাথে যেহেতু চর এলাকা, বক্তাবলি ও আলীরটেক এলাকাগুলোতে কোন করোনা আক্রান্ত রোগি পাওয়া যায়নি সেহেতু কৃষকদের সুরক্ষা ব্যবস্থা তদারকির ও সচেতনার জন্য উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল গফফার কে দায়িত্ব দিয়েছেন বলে জানায়।
সাধারণ মানুষের খাদ্য সংকট রোধের পাশাপশি কৃষকের যেকোন সমস্যা সমাধানে সর্বদা ছুটে বেড়ানো ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক এ বিষয়ে জানান, করোনার প্রভাব দীর্ঘমেয়াদি, আপনারা জানেন গতকাল বিশ্বখাদ্য সংস্থা আশংকা প্রকাশ করেছে যে, আগামি বছর বিশ্বে খাদ্যের সংকট সৃষ্টি হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এজন্য আহবান করেছেন, দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। তিনি আরো যোগ করেন যে, প্রয়োজনে কৃষকদের বিনামূল্যে শাক-সবজির বীজ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে, যা উপজেলা প্রশাসন সার্বিকভাবে সবসময়ই কৃষকদের পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।
প্রসঙ্গত, ওই নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক ১৯এপ্রিল হতে প্রতিদিন সকাল ৬টা হতে সকাল ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লা ইউনিয়নের ফতুল্লা কাঁচা বাজারটি (পাইকারি) ও ডিআইটি মাঠে ক্রেতা বিক্রেতাগণ নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার কার্যক্রম পরিচালনা হচ্ছে।