ক্রিকেট একাডেমীকে হারিয়ে শিরোপা জিতলেন নীট কনসার্ণ একাডেমী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : শিরোাপা ধরে রাখা। শিরোপা নতুন করে পাওয়া। অঘোষিত ফাইনালে রূপান্তরিত লীগের গুরুত্বপূর্ণ ম্যাচ। উত্তেজনার ষোলকলা পূর্ণ। বর্তমান চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী। অন্যদিকে রানার্সআপ নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী। শক্তির বিচারে ব্যবধান ৬০-৪০। প্যাভিলিয়ন পূর্ণ দর্শক। মাঠে প্রবেশের কড়াকড়ি থাকলেও সেখানেও ছিল ভিড়।  ফাইনাল খেলায় যে ধরনের উত্তেজনা থাকে তা বিদ্যমান ছিল খেলার শেষ পর্যন্ত। একটি রানআউটকে কেন্দ্র করে নীট কনসার্ণ সমর্থকরা কিছুটা উত্তেজিত হয়ে পড়লে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিজে বিষয়টি সামাল দেন। সব কিছু ছাপিয়ে নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী ২২ রানে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমীকে পরাজিত করে শিরোপা ঘরে তুললো।

২রা ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯ টায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট  লীগ ২০২০-২১ এর  ৩৩ নং ম্যাচে সকালে টস জিতে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমীর অধিনায়ক আনিসুল ইসলাম ইমন ব্যাট করতে পাঠায় নীট কনসার্ণকে। ৪৬.৫ ওভারে নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী ১৯৬ রানে থেমে যায়।

অসাধারণ ধৈর্য্যের পরিচয় দিয়েছেন তৈয়বুর রহমান পারভেজ। ৭৫ বলে ৫০ রানে আউট হবার আগে ৪ মেরেছেন ৫টি। সাব্বির রহমান ফিরেছেন ২৫ বলে ৩১ রানে। ৪টি চার ও ছক্কা ১টি। ফয়সাল সরকার ৩৪ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় আউট হন ২৮ রানে। আশফাক জিতু ৩ বাউন্ডারিতে ১৪, রনি তালুকদার ২ বাউন্ডারিতে ১০ এবং নাজমুল অপু ২৯ বলে ২ বাউন্ডারিতে করেন ১৩ রান। নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমীর আলমগীর ৩৬ রানে, সাগর ৩৩ ও শাহজাহান ৩৭ রানে ২টি করে উইকেট পান। লাস্কোরিং ম্যাচ। পেন্ডুলামের মত খেলার গতি একবার নীট কনসার্ণের দিকে একবার ক্রিকেট একাডেমীর দিকে ঘুরেছে। দর্শকরা একটি প্রাণবন্ত ক্রিকেট দেখে তৃপ্ত। নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী শেষ পর্যন্ত ১৭৪ রান তুলতে পারে। তাদের ভরসার ব্যাটসম্যান ইমরান জহির ছক্কা মারতে গিয়ে পারভেজের ক্যাচে বন্দি হবার সাথে সাথে ম্যাচও ছুটে যায়। তাদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান অঙ্কন ৩ বাউন্ডারিতে ৩৬, ইমরান জহির ৩০ বলে ৩ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৩৫, ওপেনার শাহজাহান ৭ বাউন্ডারিতে ২৯, রাফসান ২ বাউন্ডারিতে ১৫, মইনুল ২ বাউন্ডারিতে ২৩ ও আল রাকিব ফিরেছেন ১ ছক্কায় ১০ রানে। নীট কনসার্ণের অধিনায়ক মোহম্মদ শরীফ ৩৬ রানে পান ৩ উইকেট। শহিদুল ও নাজমুল অপু পান ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী : ১৯৬/১০ (৪৬.৫ ওভার) তৈয়বুর পারভেজ-৫০, সাব্বির রহমান-৩১, ফয়সাল সরকার-২৮, আশফাক জিতু-১৪, রনি তালুকদার-১০, নাজমুল অপু-১৩। অতিরিক্ত-২৪।

নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী : ১৭৪/১০ (৪৭ ওভার) অঙ্কন-৩৬, ইমরান জহির-৩৫, শাহজাহান-২৯, মউনুল-২৩, রাফসান-১৫, আল রাকিব-১০। অতিরিক্ত-১৬। মোহাম্মদ শরীফ-৩/৩৫, শহিদুল-২/২৪, নাজমুল অপু-২/২১। আম্পায়ার : মো. রাজন ও মো. রিপন। স্কোরার :  সাদ্দাম ও ডালিম (অল লাইন)।

৩ই ফেব্রুয়ারি বুধবার সকাল ৯ টায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে আলীগঞ্জ ক্লাব ও কেসি এ্যাপারেলস ক্রিকেট ক্লাব এর খেলা অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত