কেওঢালাসহ আশপাশ এলাকায় কুকুরের উপদ্রবে অতীষ্ঠ জনজীবন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের মদনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কেওঢালা, বাগদোবাড়ীয় সহ আশেপাশের এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় এসব কুকুরের অবাধ বিচরণ নিয়ে জনমনে শংকার সৃষ্টি হয়েছে।

বিশেষ করে কয়েকদিনে স্থানীয় কয়েকজনের গৃহপালিত গরু, ছাগল সহ বিভিন্ন গবাদিপশুর উপর এসকল কুকুর আক্রমন করছে বলে গণমাধ্যমের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। আক্রমনে বিভিন্ন গবাদিপশু মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানা গেছে। তাছাড়া কুকুরের কামড়ে জলাতংক রোগে আক্রান্ত হওয়ার ভয়ে স্কুলগামী শিশুদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহল। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার তত্বাবধানে দীর্ঘদিন বেওয়ারিশ কুকুর নিধনের কার্যক্রম বন্ধ থাকায় কুকুরের উপদ্রব বেড়ে গেছে বলে দাবী সচেতন মহলের।

এ বিষয়ে মদনপুর ইউপি এর ৮নং ওয়ার্ড মেম্বার ইমন শাফি ঈমানের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি নিয়ে আমি অবগত নই। উপজেলায় নিয়মিতই যাওয়া হয়, তাহলে বিষয়টি আমি বন্দর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে অবহিত করব, যাতে তিনি একটি কার্যকর ব্যবস্থা নেন।

উল্লেখ্য বিগত সময়গুলোতে উপজেলা প্রশাসন কর্তৃক জলাতঙ্ক রোগ প্রতিরোধের জন্য জনাকীর্ণ জায়গাগুলোতে কুকুরের দেহে (রেবিস) বা (জলাতঙ্ক) প্রজনন নিষ্ক্রিয় করণের লক্ষ্যে অভিযান চলতে দেখা গেলেও, বর্তমানে না দেখায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। কেওঢালা সহ আশপাশের এলাকাগুলো থেকে বেওয়ারিশ কুকুর সরিয়ে নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা ।

add-content

আরও খবর

পঠিত