কাউন্সিলর বাবুর উদ্যোগে বিনামুল্যে চক্ষু সেবা ও রক্তের গ্রুপ নির্ণয়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিনামূল্যে চক্ষু সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে নগরীর পাইকপাড়ায় নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতাল ও আনসার ভিডিপি এর যৌথ উদ্যোগে ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর সার্বিক ব্যবস্থাপনায় এ সেবা কার্যক্রমের আয়োজন করা হয়।

এসময় কাউন্সিলর বাবু বলেন, আমার ওয়ার্ডে অনেক মানুষ আছে যারা টাকার জন্য চোখের চিকিৎসা, রক্তের গ্রুপ নির্নয় করতে পারে না। তাদের জন্য আমার এই ক্ষুদ্র চেষ্টা। আমি ইতিমধ্যেই লায়ন্স ক্লাবের সঙ্গে কথা বলেছি। কিছুদিনের মধ্যেই চক্ষু রোগীদের জন্য ফ্যাকো অপারেশনের ব্যবস্থা করবো।

add-content

আরও খবর

পঠিত