কাউকে আঘাত নয়, সোনারগাঁবাসীর ভালো মন্দ নিয়ে বলেছিলাম : এমপি খোকা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিবেদক ) : আওয়ামীলীগ সর্মথিত সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সারের ৫০ কোটি টাকার মানহানির অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জাতীয় পার্টি সমর্থিত মহাজোটের এমপি লিয়াকত হোসেন খোকা বলেছেন, আব্দুল্লাহ আল কায়সার কেন এবং কি কারণে এই অভিযোগ তুলেছে, আমি এখনো ওই কাগজ দেখিনি, তবে শুনেছি একটি মামলা দেওয়ার চেষ্টা হয়েছিলো। মামলার জন্য আবেদনের কাগজটি দেখার পর বিস্তারিত বলতে পারবো, সেখানে কতটুকু সততা আছে। আমার বক্তব্যগুলো কাউকে আঘাত করার জন্য নয়, শুধু সোনারগাঁবাসীর ভালো মন্দ নিয়ে কথা বলেছিলাম। ৩০ ডিসেম্বর বুধবার বিকালে আব্দুল্লাহ আল কায়সারের মামলার আবেদন প্রসঙ্গে নারায়ণগঞ্জ বার্তার প্রতিবেদককে উল্লেখিত কথাগুলো বলেন।

এছাড়াও আদালতে আবেদন করা খারিজ হওয়ার প্রসঙ্গে তিনি আরো বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু আব্দুল্লাহ আল কায়সার মানহানির অভিযোগে আদালতে আবেদন করেছেন বিজ্ঞ আদালতের সকল নির্দেশ মেনে নিতে প্রস্তুত। আদালতের বিচারে প্রতি পূর্ণ আস্থা রাখি। তাই এই বিষয় কোনো মন্তব্য করবো না।

এমপি খোকা বলেন, সোনারগাঁয়ের ৯৫ শতাংশ আওয়ামীলীগসহ অঙ্গ-সংগঠন যুবলীগ, ছাত্রলীগ আমার সাথে আছেন তারাও আমার নির্বাচনও করেছেন। সকল স্বাধীনতার শক্তি পক্ষের লোক জন্য নিয়েই সোনারগাঁবাসীর উন্নয়ন করে যাচ্ছি।

উল্লেখ্য, এর আগে এমপি লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে ৫০ কোটি টাকা মানহানির অভিযোগ তুলে বুধবার সকালে আব্দুল্লাহ আল কায়সার জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (গ) আদালতে মামলার জন্য আবেদন করেন। তবে পরে আবেদনটি খারিজ করে দেন আদালতের ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।

এসময় আব্দুল্লাহ আল কায়সার গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, একটি মতবিনিময় সভায় সাংসদ খোকা তার বিরুদ্ধে অসত্য বক্তব্য দিয়ে মানহানি করেছে। যে বক্তব্য আমি মনে করি, আমার আওয়ামীলীগ পরিবারকে ছোট করেছে। এতে শুধু আমার ব্যাক্তিগত নয় সোনারগাঁ আওয়ামীলীগেরও সুনাম ক্ষুন্ন হয়েছে। ওই সময় আদালত পাড়ায় উপস্থিত ছিলেন আইনজীবী জসিম উদ্দিন, সোনারগাঁ আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ যুবলীগের রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সদস্য মাসুম সহ আরো অনেকেই।

add-content

আরও খবর

পঠিত