নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ের ঢাকা-সিলেটগামী মহাসড়কে চাঁদা আদায়কালে মো.মোমেন (৩৫) নামের এক পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৩০অক্টোবর) সকালে কাঁচপুর সেনপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-১১ এর একটি দল। মোমেনকে এর পূর্বে আরো ২ বার গ্রেফতার করা হয়েছে।দৈনিক প্রতি লেগুনা থেকে ১০০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে তাদের একটি সিন্ডিকেট ।
শনিবার (৩০অক্টোবর) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস ইন্টারন্যাশনাল সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিমে পাশে লেগুনা থামিয়ে চাঁদা আদায় করছিল মোমেন। এসময় তার কাছে থাকা চাঁদাবাজির নগদ ২ হাজার ১২০ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লেগুনা চালক ও গ্রেফতারকৃত মোমেন জানিয়েছে, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে বাবুল মিয়ার (৪০) নেতৃত্বে তারা পরস্পর যোগসাজশে সেনপাড়া এলাকায় চলাচলরত লেগুনা ড্রাইভার ও হেলপারদের নিকট হতে আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক দৈনিক প্রতি লেগুনা থেকে ১০০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।