নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় নাসিক ১৪নং ওয়ার্ড নতুন পালপাড়ায় সাবান, স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক ও নতুন পালপাড়া সার্বজনীন পূজা-মন্ডপের সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল।
২৫ মার্চ বুধবার সকালে নতুন পালপাড়ার এলাকাবাসীর মাঝে এ মাস্ক বিতরণ করেন তিনি। একই সাথে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এলাকাবাসীকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
রিপন ভাওয়াল বলেন, মহামারি করোনা সারাবিশ্বে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এই ভাইরাসের এখনো কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি। তবে সচিতনতাই কেবল এই ভাইরাস থেকে আমাদের সুরক্ষিত রাখতে পারে। এছাড়াও এই মহামারি থেকে সবাইকে রক্ষার্থে আমরা যার যার অবস্থান থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দীপক সাহা, বিপ্লব কুন্ডু, বিশু, কৃষ্ণ আচার্য্য, লক্ষন সাহা, সুজন, বিমল, তমাল, নাজির, মুক্তার, শংকর, বিশু অধীকারি, মিঠু সরকার, নুরুল ইসলাম এবং সুমন প্রমূখ।