নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কদমরসুল ডিগ্রী কলেজের নবীন বরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কদমরসুল ডিগ্রী কলেজের মাঠ প্রাঙ্গণ এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। কদম রসুল নবীন বরণ উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদম রসুল ডিগ্রী কলেজের গভনিং বডির সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম।
প্রধান অতিথির বক্তব্যে ড. শিরিন বলেন, কদম রসুল কলেজে প্রকৃত শিক্ষার মান রক্ষা করা হয় তাই সাংসদ সেলিম ওসমান প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে এ কলেজকে সরকারী করন করতে পেরেছেন। আমরা এমন শিক্ষাবান্ধব এমপিকে সাধুবাদ জানাই।
তিনি আরো বলেন, প্রকৃতভাবে সফল শিক্ষালাভে কদম রসুল কলেজ অচিরেই একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান রুপ নেবে এতে কোন সন্দেহ নাই। আমি উত্তরোত্তর এর সাফল্য কামনা করি।
নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক মো. মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনবরণ উদযাপন কমিটির সদস্য সচিব ও বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, বন্দর থানা আ’লীগের সভাপতি এমএ রশিদ।
উইসডম এয়ার্টাস লিমিটেড এর অর্থায়নে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাসিক এর ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, ২৫, ২৬, ২৭নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর হোসনে আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক, কদমরসুল ডিগ্রী কলেজের গভনিং বডির সদস্য সোহেল আহমেদ প্রমূখ।