নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। ৫ই ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়। পরে তা এই বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে।
এর আগে ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সংক্ষিপ্ত সিলেবাসের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এই সিলেবাস তৈরি করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিশেষজ্ঞরা।
এনসিটিবি সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি শিক্ষামন্ত্রী এনসিটিবিতে কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করার নির্দেশনা দেন। শিক্ষামন্ত্রীর নির্দেশনার পর বিশেষজ্ঞরা এ বিষয়ে ওয়ার্কশপ করে এসএসসির জন্য ৬০ দিন এবং এইচএসসির জন্য ৮৪ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেন। পরে তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। সংশোধিত সিলেবাসে এসএসসি ও এইচএসসির উভয় স্তরে ৫০ শতাংশ করে পাঠ্যসূচি কমানো হয়েছে বলে এনসিটিবি সূত্রে জানা যায়।
এর আগে গত ২৫ জানুয়ারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়। ওই সিলেবাস ২৫ থেকে ৩০ শতাংশ কমানো হয়েছিল। কিন্তু শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি তিন মাসে এ সিলেবাস শেষ করা সম্ভব নয়। তাই শিক্ষামন্ত্রী আবার সিলেবাস সংক্ষিপ্ত করার নির্দেশনা দিয়েছিলেন।