এবার ভারমুক্ত হচ্ছেন লুৎফর রহমান স্বপন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইউপি নির্বাচনে তৃণমূলের সমর্থন থাকা অন্তত তিনজনের নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশনা রয়েছে আওয়ামী লীগের। তবে ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে কেবল একজনের নাম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, শুরুতে ৮ জনের নাম প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত লুৎফর রহমান স্বপনের নামই কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। এতে করে লুৎফর রহমান স্বপন ফতুল্লা ইউপির বর্তমান পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেও ভারমুক্তের সম্ভাবনা রয়েছে।

গত ১৫ নভেম্বর চাঁদমারী এলাকায় ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তৃণমূলের নেতা-কর্মীদের প্রস্তাবে আটজনের নাম উঠে আসে। পরে ১৬ নভেম্বর বিকেলে পঞ্চবটিতে ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়নের জন্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রে প্রার্থীদের তালিকা পাঠাবে ফতুল্লা থানা আওয়ামী লীগ।

সভায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল বলেন, আপনাদের আমার সবার প্রিয় নেতা শামীম ওসমান। শামীম ওসমান যে সিদ্ধান্ত নিবে সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা তার কাছে সাদা প্যাড দিয়ে দিবো, এমপি সাহেব যেটা ভালো মনে করবে ওইটাই হবে। যদি উনি একজন দেয় একজনের পক্ষে আপনাদের সবার থাকতে হবে। আর যদি তিন জন দেয় তাহলে আমরা তিন জনের জন্যেই রাজি। এই বিষয়ে বর্ধিত সভায় সবার মতামত চাইলে মনোনয়ন প্রত্যাশীসহ উপস্থিত সবাই সম্মতি পোষণ করে।

এদিকে জানা গেছে, ফতুল্লা থানা আওয়ামী লীগের পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে লুৎফর রহমানের স্বপনের নাম প্রস্তাব করে জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে। এই একক প্রার্থীর নামই কেন্দ্রে পাঠাবে জেলা আওয়ামী লীগের। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। তিনি বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বলেন, থানা আওয়ামী লীগের পক্ষ থেকে একজনের নামই এসেছে। এই একজনের নামই কেন্দ্রে পাঠানো হবে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী ফতুল্লা ইউপি নির্বাচনের আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৯ নভেম্বর মনোনয়পত্র যাচাই-বাছাই, ৩-৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ করা হবে ৭ ডিসেম্বর। ভোটগ্রহণ করা হবে ২৩ ডিসেম্বর।

add-content

আরও খবর

পঠিত