নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : এজাহারে নাম নেই, তবুও আদালত থেকে নাঈম উদ্দিন নামে এক যুবকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সম্প্রতি দুইটি আদালত থেকে তার বিরুদ্ধে পৃর্থক দুইটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তিনি স্থানীয় পাল্লা দক্ষিন এলাকার মুসলে উদ্দিনের ছেলে। তার দাবি তার নামে কোনো মামলা নেই। অথচ তার নামে ২য় অতি: মহানগর দায়রা জজ আদালত, চট্রগ্রাম আদালত থেকে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলা নং- ২১৯/১৯ইং। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে।
অপর গ্রেফতারি পরোয়ানাটি জারি করা হয়েছে যুগ্ম-জেলা ও দায়রা জজ, ২য় আদালত, নেত্রকোণা থেকে। এ মামলাটি (এনআইএ্যাক্ট)-এর ১৩৮ (১) ধারায় দায়ের করা হয়েছে। মামলা নং- ১২/১৭ইং। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিআর মামলা নং- ৫২(০১)১৬ইং। দুইটি মামলার কোনো এজাহারেই তিনি আসামি নন। শুক্রবার ভুক্তভোগী নাঈম বলেন, আমি এলাকায় একটি ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত রয়েছি। হয়রানি করার উদ্দেশ্যে কে বা কারা আমার বিরুদ্ধে দেশের দুইটি আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করিয়েছে। তিনি আরও বলেন, পরোয়ানার পরিপ্রেক্ষিতে মামলার নথি গেটে দেখা গেছে এজাহারে আমার নাম নেই। অথচ আদালত থেকে আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে। আমি সাজানোমূল গ্রেফতারি পরোয়ানা থেকে মুক্তি চাই।