নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদেরকে স্মরণ করলো নারায়ণগঞ্জবাসী। এদিন রাত ১২ টা ১ মিনিটে চাষাঢ়া শহীদ মিনারে প্রথমেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক জসিম উদ্দিন।
জেলা প্রশাসনের পরপরই একুশের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নেতৃত্বে এসময় শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবদলসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক এবং ব্যবসায়ী সংগঠন।