উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন ডা. বিরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক  অধ্যাপক ডা:  আবু জাফর চৌধুরী বিরু। ২৬ অক্টোবর শুক্রবার নারায়ণগঞ্জ-৩  (সোনারগাঁও) শম্ভুপুরা ও পিরোজপুর  ইউনিয়নে বিভিন্ন স্থানে পথ সভা ও মতবিনিময় সভা করেন তিনি।

একাদশ সংসদ নির্বাচনে তিনি সোনারগাঁও আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, ছাত্র জীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে আসি। দীর্ঘদিন চিকিৎসা সেবায় নিয়োজিত থেকে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছি। এখন সোনারগাঁও বাসীর প্রতিনিধি হয়ে মহান সংসদে প্রতিনিধিত্ব করতে চাই।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে কেন্দ্র দখল করে নির্বাচিত হতে চাই না। সোনারগাঁও প্রতিটি ভোটারের এক একটি ভোটে নির্বাচিত হতে চাই। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনারা ঐক্যবদ্ধ ভাবে আবারও নৌকায় ভোট দিবেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সারা দেশের ন্যায় সোনারগাঁও উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। সোনারগাঁও হবে সারা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুর কুদ্দুস, উপজেলা সাবেক সেচ্ছাসেবকলীগের  সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, আওয়ামীলীগ নেতা মাহাবুব রহমান মিলন, শম্ভুপুরা ইউ পি ৬ নং ওয়ার্ডের  আওয়ামীলীগের সভাপতি পিয়ার আলঅ, জামপুর  ইউনিয়ন আওয়ামীলীগের  ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান খাঁন, জামপুর  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খান আবু,আওয়ামীলীগের প্রবিন নেতা দেওয়ান মোস্তাফিজুর রহমান, উপজলো ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, উপজেলা যুবলীগের যুগ্নসম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন।

এ ছাড়া ও আরো উপস্থিত ছিলেন, শম্ভুপুরা ইউ পি যুবলীগের সহ সভাপতি জাহাঙ্গির আলম জনি, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক অকুল সরকার, প্রচার সম্পাদক মানিক সরকার, সাদ্দাম হোসেন সাগর, ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হোসেন শহিদ, যুগ্ন সম্পাদক এম,এ ছালাম সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আল আমিন, জামপুর ইউ পি সেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন জাকু, সাধারণ সম্পাদক মোমেন মিয়া, যুবলীগ নেতা কাজী মইন উদ্দিন, এম এ ছালাম ভূইয়া,মাঝারুল , আব্দুল আলিম, রনি সহ সকল আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সহ ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত