নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে পোশাক কারখানা ও শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য ৩ দিন ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩ই মে সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। পরে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে গত ২৯ই এপ্রিল বৃহস্পতিবার ঈদ উল ফিতরকে সামনে রেখে আগামী ১০ মের মধ্যে তৈরি পোশাকসহ সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের আগের কোনো মাসের বেতন যদি বকেয়া থাকে, সেসব বেতনও পরিশোধ করতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ছে। এই সময়ে বর্তমানের সব বিধিনিষেধ কার্যকর থাকবে।
তিনি জানান, বিধিনিষেধ চলাকালে শহরের মধ্যে গাড়ি চলাচল করতে পারবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। অর্থাৎ দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে। এ ছাড়া লঞ্চ ও ট্রেন চলাচলও বন্ধ থাকবে।
এছাড়া সোমবার থেকে মার্কেটে পুলিশের অভিযান চলবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে।