ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ সেলিম ওসমানের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : যে কোন উপায়েই মালিকদের হোক ঈদের আগে শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন নীট গার্মেন্ট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে মালিকদের কোন অযুহাত চলবে না। পন্য, গাড়ি, মেশিন বিক্রি করে হলেও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে হবে। যদি কোন মালিক পুরো মাসের বেতন পরিশোধ করতে না পারেন তাহলে ওই কারাখানার শ্রমিকদের সাথে আলোচনা করে ৩ সপ্তাহের বেতন দিয়েও শ্রমিকদের খুশি রাখতে পারেন তাহলে বিকেএমইএ কোন সমস্যা নাই। কিন্তু কোন মালিকের বিরুদ্ধে শ্রমিকদের কোন অভিযোগ আসলে ওই মালিক যেই হোক ঈদের পর সেই মালিক আর ব্যবসা করতে পারবে না। শুক্রবার ২৪ জুন সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব প্রাঙ্গনে বিকেএমইএ এর উদ্যোগে আয়োজিত শ্রমিক নেতৃবৃন্দদের সাথে আলোচনা সভা, মিলাদ দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এবারের ঈদে দীর্ঘ ৯ দিনের ছুটি দিয়েছেন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকেরা যাতে সুন্দর ভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারে তার জন্য সবার সহযোগীতা প্রয়োজন। এমনিতেই দেশে একটা অস্থিরতা চলছে। তার মধ্যে ঈদকে সামনে রেখে কিছু সুবিধা ভোগী স্বঘোষিত শ্রমিক নেতা এ সেক্টরে অশান্তি সৃষ্টির পায়তারা করে। এ ব্যাপারে শ্রমিক নেতৃবৃন্দদের সজাগ থাকতে হবে। অপরদিকে কারখানা গুলোকেও বাঁচিয়ে রাখতে হবে। ছুটির সময় সবাই গ্রামের বাড়িতে চলে গেলে শহর অনেকটা ফাকা থাকবে এ সময় কারখানা গুলোর নিরাপত্তার একটা বিষয় রয়েছে। ওই সময় শিল্প পুলিশের পাশাপাশি যদি শ্রমিক নেতৃবৃন্দরা মনে করেন তারা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে কারখানা গুলোর নিরাপত্তার জন্য পরিদর্শন করবেন। তাহলে বিকেএমইএ এর পক্ষ থেকে পরিদর্শন কারী দলের যাতায়াতের জন্য পিকাপ ভ্যানের ব্যবস্থা করে দেওয়া হবে। যদি উনারা মনে করেন দৈনিক হিসেবে পারিশ্রমিক নিবেন তাহলে বিকেএমইএ এর পক্ষ থেকে তাদেরকে সেই সম্মানিও প্রদান করা হবে।

সভায় বাংলাদেশ ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কাস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৭৪ শ্রমিক সংগঠনের প্রধান সমন্বয়ক কাউসার আহম্মেদ পলাশ তার বক্তব্যে ক্রোনি গার্মেন্ট, মডেল গার্মেন্ট টাইমস গার্মেন্ট সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ্য শ্রমিকদের কিছু সমস্যা কথা তুলে ধরে ঈদের আগেই সেই সমস্যার সমাধান করার জন্য বিকেএমইএ এর সভাপতিকে অনুরোধ করেন।

পলাশ সেই সাথে গার্মেন্টস শিল্পখাতে অতীতের অশান্ত পরিবেশের অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনা সহ শ্রমিকদের অধিকার আদায়ে সেলিম ওসমানের ভূমিকা তুলে ধরে তাকে বিকেএমইএ সভাপতির দায়িত্ব না ছেড়ে পুনরায় সভাপতির দায়িত্ব নেওয়ার জোর দাবি জানান।
এর পরিপ্রেক্ষিতে সেলিম ওসমান বলেন, যে সকল কারখানায় সমস্যার কথা উল্লেখ করা হয়েছে সেই গুলো সহ শিল্প পুলিশের তালিকা মোতাবেক ২১টি কারখানাতেই শিল্প পুলিশ, বিকেএমইএ ও শ্রমিক নেতৃবৃন্দের নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় বসে সমস্যার সমাধান করা হবে। আর নিয়মতান্ত্রিক ভাবে বিকেএমইএ এর সভাপতি হিসেবে আমার ৬ বছরের মেয়াদ সম্পন্ন হয়ে গেছে। তাই এ মেয়াদে আর আমার সভাপতি হওয়ার আইনগত বিধান নেই। তবে আমার সব থেকে বড় পরিচয় আমি একজন শ্রমিক।

সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল হক, বিকেএমইএ সহ সভাপতি মনসুর আহম্মেদ, সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, শিল্প পুলিশের এসপি শামিমুর রহমান, ৭৪ শ্রমিক সংগঠনের সমন্বয়ক আবুল খায়ের ভূইয়া, গোলাম কাদের, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন নারায়ণঞ্জ জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শ্রমিক নেতা রফিকুল ইসলাম পথিক, বাহারাইন সুলতান প্রমুখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত