নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ঈদ উল ফিতরের আগে আর মাত্র ৩ দিন ব্যাংক খোলা। আগামী রবি, মঙ্গল ও বুধবার ব্যাংকে লেনদেন করা যাবে। আগামী ৯ মে রবিবার ব্যাংক খোলা। এর পরদিন ১০ই মে সোমবার পবিত্র শবে কদরের ছুটি। এরপর ঈদের আগে মঙ্গলবার ও বুধবার ব্যাংক খোলা থাকবে।
আগামী ১৩ মে থেকে ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ব্যাংক বিশেষ নির্দেশনা দিলে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া উপলক্ষে সোমবারও ব্যাংক খোলা থাকতে পারে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত আসেনি।
এদিকে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে সব ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। ৫ই মে বুধবার পর্যন্ত ব্যাংকিং লেনদেন চালু ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা। ঈদের কারণে ব্যাংকে চাপ বাড়ায় ব্যাংকিং লেনদেনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
এদিকে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন আগামী ১৬ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে। লকডাউন চলাকালে সীমিত আকারে ব্যাংক খোলা রয়েছে। অবশ্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, উপজেলা শহরের শাখাগুলো সপ্তাহে ৩ দিন বন্ধও ৩ দিন খোলা থাকছে। ব্যাংক খোলা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। আর সিটি করপোরেশন এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবসে খোলা রাখতে হবে। এ ছাড়া প্রধান শাখাসহ বৈদেশিক মুদ্রায় অনুমোদিত ডিলার শাখা খোলা রাখতে হবে। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন ছাড়া গত ১৫ই এপ্রিল থেকে ১৬ই মে পর্যন্ত এ সময়ে ব্যাংকিং কার্যক্রম চলবে।