নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে কবির মিয়া (৪৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে স্থানীয় বান্টি এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। শুক্রবার তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। বৃহম্পতিবার রাতে তার নিজ বাড়ি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারায়ণগঞ্জের আদালতে একটি মামলা করেন তার প্রথম স্ত্রী কান্তা। সম্প্রতি আদালত তার বিরুদ্ধে এক বছরের দন্ড প্রদান করে রায় দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।