নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( এম এ হাকিম ভূঁইয়া : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২৫ অক্টোবর শুক্রবার স্থানীয় ইউপি ও পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু।
এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান ঝর্ণা বেগম, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র আব্দুল হালিম সিকদার, ফতেপুর ইউপির চেয়ারম্যান আবু তালেব মোল্লা, মাহমুদপুর ইউপির চেয়ারম্যান আমান উল্যাহ আমান, হাইজাদী ইউপির চেয়ারম্যান মোতালিব ভূঁইয়া, খাগকান্দা ইউপির চেয়ারম্যান আরিফুল হক, দুপ্তারা ইউপির চেয়ারম্যান শাহীদা মোশারফ, সাতগ্রাম ইউপির চেয়ারম্যান অদুধ মাহমুদ, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া ও আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ ডাকাতির ঘটনা বেড়ে গেছে। আলোচনা সভায় ডাকাতির ঘটনা রোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়।