আর্থিক সহযোগিতা দিলেন বেবী-সিএনজি মালিক-শ্রমিক সংগঠন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে সড়ক দূঘটনায় আহত প্রতিরানীকে চিকিৎসার জন্য নগদ ৪৮হাজার টাকা আর্থিক সহযোগিতা দিলেন বন্দর থানা বেবী-সিএনজি মালিক ও শ্রমিক সংগঠন। ২জুন শনিবার রাত ৯টায় বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেট খান মাসুদের নিজস্ব কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়। আহত প্রতিরানীর পক্ষে অনুদানের টাকা গ্রহণ করেন তাঁর চাচাশশুর তরুণ বাবু ও স্বামী সুমন।

জানাগেছে, থানার সালেহ নগর এলাকার হেলু মিয়ার ভাড়াটিয়া  প্রতিরানী গত ২৯ এপ্রিল বন্দর রেল লাইন সড়কে সিএনজির ধাক্যায় কোমড়ে মারাত্মকভাবে আহত হন। এসময় সিএনজি চালক ও পথচারীদের সহযোগিতায় আহতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করে। পরে ঢাকার একটি হাসপাতালে প্রতিরানীকে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আহতের কোমড়ে হাড় ভেঙে গেছে বলে জানায়। এবং তাকে সুস্থ করতে প্রায় ৬০ থেকে ৭০হাজার টাকা লাগবে। যা সেলুনে চাকরিরত স্বামী সুমনের একার পক্ষে এতো টাকা যোগাড় করা সম্ভব নয়। এখবর পেয়ে মানবিক দিক বিবেচনা করে দূর্ঘটনায় আহত প্রতিরানীর পরিবারের পাশে দাঁড়ায় বন্দর থানা বেবী-সিএনজি মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

তৎকালনি শ্রমিক সমিতির সভাপতি খান মাসুদ ও মালিক সমিতির সভাপতি হাবিব আল মুজাহিদ দুলালের মধ্যস্থতায় আহতের চিকিৎসার ব্যয় হিসেবে ৪৮হাজার টাকা অনুদানের ঘেষণা করেন। ঘোষণা অনুযায়ী শনিবার ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে অনুদানের পুরো টাকা বুঝিয়ে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এব্যাপারে বন্দর থানা বেবী-সিএনজি শ্রমিক সমবায় সমিতির সভাপতি খান মাসুদ জানায়, মানব সেবার মাধ্যমে আল্লাহর সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করা যায়। মানব সেবা হজরত মুহম্মদ (সা:) আলাইহি ওয়াসাল্লামসহ সব রসুল ও নবীর সুন্নাত। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মানুষের কাজ।

আমরা সব সময় চেষ্টা করি আমাদের সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আহত পরিবারকে আর্থিক সহযোগিতা করতে পেরে নিজের মনে  অত্মতৃপ্তি লাগছে। আমাদের ছোট একটি সমিতি এসমিতিদ্বরা অসহায় মানুষের চিকিৎসা সেবা ও বিয়ের খরচ, শ্রমিকদের দূর্ঘটনায় ব্যয়, অসহায় শ্রমিকের মেয়ের বিয়ে এবং অসুস্থ শ্রমিকের চিকিৎসা সেবা ও মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সহযোগিতাসহ বেবীস্ট্যান্ড শ্রমিকদের কল্যাণে সকল অর্থ ব্যয় করে থাকি। আল্লাহ যতদিন হায়াত রেখেছে ততদিন অসহায় মানুষের সেবা করে যেতে চাই।

এছাড়া মালিক সমিতির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা মালিক শ্রমিক সংগঠনের মধ্যে কোন বৈষম্য নেই, স্ট্যান্ডের স্বার্থে যেকোন সিদ্ধান্ত উভয় কমিটির নেতৃবন্দ সম্মিলিতভাবেই নিয়ে থাকি। যেকোন দূর্ঘটনায় আহতদের পাশে আমাদের সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

এসময় অনুদানকালে উপস্থিত ছিলেন, বন্দর থানা বেবী-সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শ্রমিক সমিতির সভাপতি খান মাসুদ, সাধারণ সম্পাদক মো: শাহ্ আলম, আসলাম মিয়, মো: রোমন, দ্বীন ইসলাম, সুজন ও নান্ট প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত