নারয়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নাসিক ১৭নং ওয়ার্ডে কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেছেন, করোনায় আতংকিত হলে চলবে না, সচেতন থাকতে হবে। তাহলেই এটি প্রতিরোধ করা সম্ভব। ইতিমধ্যেই আমি এই ওয়ার্ডের মসজিদগুলোতে জীবানুনাশক স্প্রে ও হ্যান্ডওয়াশ বিতরণ করেছি। এছাড়াও ১৭নং ওয়ার্ডের ১২টি স্থানে অটো হ্যান্ডওয়াশ ও বেসিন স্থাপন করা হয়েছে। আমি আমার ওয়ার্ডবাসীকে আরো বলেছি, দুর্যোগকালীণ সময়ে তারা যেন খাবারের চিন্তা না করে। আমি বাবু থাকতে ১৭নং ওয়ার্ডে কেউ না খেয়ে মরবে না। বুধবার (২৫ই মার্চ) বিকেলে নিজ কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে বৃদ্ধিতে জন সাধারনের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সারাবিশ্বে আজ করোনা ভাইরাস যে মহামারি আকার ধারণ করেছে, তা থেকে ১৭নং ওয়ার্ডবাসীকে সুরক্ষিত রাখতে সাময়িক দায়িত্ব পালন করছি। এই ওয়ার্ডে প্রায় ৪০ হাজার বাসিন্দা রয়েছে। তাদের মাঝে ১৫ হাজার স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করছি। এই কার্যক্রম চলমান থাকবে। আল্লাহর রহমতে আমার ওয়ার্ডে কেউ করোনায় আক্রান্ত হয়নি। আমি সব সময় জনগণকে সচেতন করছি এবং আমার এলাকার জনগণও সচেতন রয়েছে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস আল্লাহর পক্ষ থেকে পাপীদের জন্য প্রেরিত গজব। এই ভাইরাস ইহুদী দেশগুলোর মাধ্যমে ছড়িয়েছে। তারা ধর্মীয় পথে না চলায় তাদের উপর আল্লাহর গজব নেমে এসেছে। আমরা যদি কোরআনের আলোকে চলি, আল্লাহ ও রাসূলের দেখানো পথ অনুসরণ করি, তাহলে এই আজাব থেকে মুক্তি মিলবে। আমাদের উচিত মহান আল্লাহর নিকট নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করা। এই গজবের কোন ঔষধ নেই। আমি বিশ্বাস করি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে নিশ্চই আল্লাহ সবাইকে ক্ষমা করে এই দুর্যোগ থেকে মুক্তি দিবেন।
এ সময় বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, এস.বি স্যাটেলাইট ক্যাবল এর ডাইরেক্টর এম.আর.কে রিয়েন, ১৭নং ওয়ার্ড সচিব রিয়াদ হোসেন, আক্তার, মোবারক হোসেন, তানভির সুমন, মোতাহার হোসেন, মো. রহিম, মো. মুন্না, তুষার, আবীর ও আরমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।