নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নারায়ণগঞ্জ জেলা শাখা ২০১৮এর নির্বাচনে ডাঃ ইকবাল বাহার ও দেবাশীষ প্যানেলে অংশগ্রহণকারী বন্দরের কৃতি সন্তান ডাঃ আমির হোসেনকে কার্যকরী সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় বন্দরের নানা শ্রেণী পেশা মানুষের অভিনন্দন। এছাড়াও ডাঃ আমির হোসেনের জয়লাভে অভিনন্দন জানিয়েছেন বন্দরে বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দ। আমির হোসেনের বিজয়ে সেলসার্দী এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে বিপুল আনন্দ-উল্লাস। জানাগেছে, বন্দর থানার সেলসার্দী এলাকার আলহাজ¦ ফজলুল হকের ছেলে ডা. আমির হোসেন(এমবিবিএস.ডিসিএইচ.এফসিপিএস)-২ শিশু রোগ বিশেষজ্ঞ লাভ করে ঢাকা মাতুয়াইল শিশু হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চাকরিরত রয়েছেন।
এছাড়াও বন্দর বাজার সংলগ্ন ছায়ানূর ক্লিনিকে তার একটি চেম্বার রয়েছে। সেখানে তিনি শিশুদের মানসম্পন্ন চিকিৎসা সেবার পাশাপাশি অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ স্কুল-মাদ্রাসার গরীব শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। বন্দরে শিশু চিকিৎসা সেবায় রয়েছে তাঁর ব্যাপক সুনাম। তাঁর এ বিজয়ে বন্দরবাসী আনন্দিত ও উচ্ছ্বাসিত।
বিজয়ের পর ডা. আমির হোসেন জানান, ডাক্তারদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নারায়ণগঞ্জ শাখা নির্বাচনে ডা. ইকবাল বাহার ও দেবাশীষ প্যানেলে কার্যকরী সদস্য পদে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় সর্বপ্রথম মহান আল্লাহর কাছে জানাই লাখ কোটি শুক্রিয়া। এবং যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি যারা আমাকে সাপোর্ট করেছেন ও ভোট গ্রহণে দিন রাত আক্লান্ত পরিশ্রম করেছন তাদের প্রতিও আমার ও আমার সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বিজয় একা আমার নয় এ বিজয় পুরো বন্দরবাসীর।
আগামীতে সুন্দর ডাক্তার সমাজ গঠন গড়ার প্রত্যয়ে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ। ডাক্তারদের চিকিৎসা সেবার মান বৃদ্ধিসহ দলমত নির্বিশেষে সব ধরনের সহযোগিতায় ডাক্তারদের পাশে থাকব। চিকিৎসা সেবার মাধ্যমে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি সেজন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি। ডাক্তারি সংগঠনে এখন যে দায়িত্ব আমি পেয়েছি তা যেন সঠিকভাবে পালন করতে পারি এজন্য আপনাদের সহযোগিতা চাই।
আমি সব সময় আমার সাধ্যমতো অসহায় ও গরীব শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা সেবা দিয়ে থাকি। আগামীতে অসহায় রুগীদের চিকিৎসা সেবা ব্যবস্থা আরও বৃদ্ধি করব ইনশাআল্লাহ।
ছোট ভাইয়ের বিজয়ে বড়ভাই দুবাই ব্যবসায়ী বন্দরের বিশিষ্ট শিল্পপতি মো. দেলোয়া হোসেন বলেন, আমার ছোটভাই আমির হোসেনকে নিয়ে আমরা গর্ব করি ওএকজন ন্যায়নীতি ও আদর্শবান একজন মানুষ। ওর এই বিজয়ে বড়ভাই হিসেবে আমি অনেক আনন্দিত। দোয়া করি আমির হোসেন আগামীতে আরও অনেক বড় কিছু হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে।
এছাড়াও ডাক্তার আমির হোসেনের জয়লাভে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ বলেন, আমির হোসেন শুধু ডাক্তারই নয় তিনি একজন ভালো মানুষও বটে। বর্তমানে ডাক্তারের অতিরক্ত ফি ও মানসম্পন্ন চিকিৎসা সেবা এবং বিনা কারণে বিভিন্ন প্রকার টেষ্ট দিয়ে গরীব রুগীদের ঋণগ্রস্ত করানোর কারনে অনেকেই ডাক্তারদের সমালোচনা করে । কিন্তু ডাক্তার আমির হোসেনের বেলায় তাঁর উল্টো। তাকে আমি ব্যাক্তিগতভাবে খুব ভালো করে চিনি। তিনি শিশু চিকিৎসায় খুব ভালো একজন ডাক্তার। রুগীদের সাথে ভদ্র আচরণ ও তাঁর ফি সকলের সাধ্যের মধ্যেই আছে। তিনি অনেক সময় অসহায় রুগীদের ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন। নারায়ণগঞ্জ জেলা ডাক্তারি সংগঠনের আমির হোসেনের কার্যকরী সদস্য পদে বিজয়ী হওয়ায় আমি ব্যাক্তিগতভাবে অনেক আনন্দিত ও গর্বিত। এ বিজয়ে তাঁর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছ ও অভিনন্দন রইল।