নারায়নগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে সিএসডি খাদ্য গুদাম থেকে ৯৯.৮৮০ মেট্রিক টন আমন চাল উত্তেলন করে আত্মসাতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
এব্যাপারে র্দূনীতি দমন কমিশনের উপ-পরিচালক একরামুর রেজা বাদী হয়ে মঙ্গলবার সকালে ৩ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
যার মামলা নং- ১১(৬)১৮ ধারা- ৪০৯/ ৪২০/ ১০৯ দ:বি:।
মামলার আসামীরা হচ্ছে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডস্থ পাঠানটুলী ওয়ার্নস রোড এলাকার সামছুদ্দিন প্রধানের ছেলে, লৌহজং মুজিবনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা শহীদুল ইসলাম ও ২৪৬ বি দক্ষিন কাজলা নয়ানগর যাত্রাবাড়ী ঢাকা এলাকার ইদ্রিসুর রহমানের ছেলে, সহকারী উপ-খাদ্য পরিদর্শক জাকির হোসেন এবং চাঁদপুর জেলার মতলব থানার বালুচর এলাকার গোলাম হোসেনের ছেলে খাদ্য পরিদর্শক ও ব্লক পরিদর্শক আরিফ আহাম্মেদ।
জানা গেছে, বন্দরে সিএসডিতে চাকুরি করা কালিন উল্লেখিত আসামীরা পরষ্পর যোগসাজসে আর্থিক লাভবান হওয়ার জন্য নারায়ণগঞ্জ সিএসডি ৮ নং গুদামের ৩৮ নং খামাল থেকে ৯৯.৮৮গ মেট্রিকটন আমন চাল সরিয়ে তদস্থলে খাদ্য অধিদপ্তরের সরবরাহকৃত চালের চেয়ে নী¤œমানের (গুটি স্বর্ণা) লাং রং এর ৯৯.১০৫ মেট্রিক টন চাল গুদামের সংরক্ষন করে রাষ্ট্রের ২ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ৬শ ৭৫ টাকা ক্ষতি সাধন করে আত্মসাত করে।