নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিল আতঙ্ক আর উৎকন্ঠা। অপেক্ষার প্রহর গুনছিল তারা, কবে শেষ হবে এই যুদ্ধ ? কবে স্বাধীন হবে বাঙ্গালী জাতি ? ১৯৭১ সালের ১২ ডিসেম্বর বিকালে রূপগঞ্জের ইছাপুরা ক্যাম্প থেকে পাক-হানাদার বাহিনীর উপর সর্বশেষ হামলা করে মুক্তি বাহিনীর সদস্যরা। পরে রূপগঞ্জ থেকে একে একে পালিয়ে যেতে শুরু করে পাক হানাদাররা। সূর্য সন্তান শহীদ গোলাম রসুল বকুল সহ ১১ জন মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর আজকের এই দিনে হানাদার মুক্ত হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, পাক হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে দীর্ঘ দিন ধরে আজকের এই দিনটিতে আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ সহ আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে দিবসটি পালন হয়ে আসছে। করোনা ভাইরাসের কারণে এ বছর সল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালিত হবে।